আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র ঈদুল আজহায় নৌযানে মোটরসাইকেল পরিবহন নিষিদ্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
আজ বুধবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সরকারের এই সিদ্ধান্ত এরই মধ্যে কার্যকর হয়েছে। নিষেধাজ্ঞা বহাল থাকবে আগামী ১১ দিন।
আজ বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
এর আগে ঈদের আগে ও পরে মোট সাত দিন এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় সড়ক পরিবহন ও সেতু বিভাগ। এই ঘোষণার ৭ জুলাই থেকে ১৩ জলাই পর্যন্ত সড়ক-মহাসড়কে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।
-এটি