॥নাজমুল হাসান সাকিব ॥
জনৈকা মহিলা তার স্বামীর নিকট মোহর বাবদ ১০ লক্ষ টাকা পান। তিনি স্বামীর কাছে টাকা চাইলে দিবো দিচ্ছি ইত্যাদি বলে পাশ কাটিয়ে যান। এমতাবস্থায় তার ওপর কোরবানি করা ওয়াজিব কি না?
উত্তর: মহিলার মহর যদি বাকি ধার্যকৃত হয় তাহলে কার ওপর কোরবানি করা ওয়াজিব নয়। কিন্তু মহর যদি নগদ ধার্যকৃত হয় আর স্বামী তার মহর কোরবানির দিনসমূহের ভিতরে পরিশোধ করার ক্ষমতা রাখে তাহলে এমতাবস্থায় মহিলার ওপর কোরবানি করা ওয়াজিব। পক্ষান্তরে স্বামী যদি গরিব হয়, যার ফলে স্বামী মহরের টাকা পরিশোধ করতে সক্ষম নন তাহলে উক্ত মহরের কারণে স্ত্রীর ওপর কোরবানি করা ওয়াজিব হবে না।
(ফাতওয়ায়ে শামী: ৯/৫২০, ফাতওয়ায়ে হিন্দিয়া: ৫/৩৩৭, আহসানুল ফাতওয়া: ৭/৫১২)
লেখক: শিক্ষার্থী (ইফতা দ্বিতীয় বর্ষ) , আল মারকাজুল ইসলামী (এ এম আই) বাংলাদেশ।
-কেএল