বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

ছয় মাসেই কোরআনে হাফেজ হলেন নয় বছরের আফফান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাত্র ছয় মাসে পুরো কোরআন হেফজ করে তাক লাগিয়ে দিয়েছে আফফান মিয়া। নয় বছর বয়সী এই শিশুর বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুরে।

আফফানের মাদরাসা সূত্রে জানা যায়, আট বছর বয়সী আফফান মিয়া ২০২১ সালে হোসেনপুরের আল জামিয়াতুল কাদেরিয়া ও শাহেদল এতিমখানা মাদরাসায় নূরানী শাখায় ভর্তি হয়।

প্রথম তিন মাস নাজেরা শাখায় পড়ার পর হেফজ শুরু করে। শুরু থেকেই আফফান প্রতিদিন কুরআনের ৫-৬ পৃষ্ঠা করে মুখস্ত করতো। এভাবে মাত্র ছয় মাসই সে পুরো কোরআন মুখস্ত করে সবাইকে তাক লাগিয়ে দেয়।

ছেলের অভাবনীয় সাফল্যে গর্বিত আফফানের বাবা মাহতাব উদ্দিন স্বপন। তিনি জানান, বড় ছেলেকেও হাফেজ বানাতে চেয়েছিলেন। কিন্তু অনেক কিছু করার পরও সে প্রচেষ্টা সফল হয়নি। তাই মেজো ছেলে আফফানকে হাফেজ বানানোর চেষ্টা করেন তিনি।

তাকে অবাক করে দিয়ে আফফান মাত্র ছয় মাসেই পুরো কোরআন হেফজ করে ফেলেছে। বাবা নিজেও কখনো ভাবেননি, আফফান এত সহজে কোরআনে হাফেজ হয়ে যাবে। তাই তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

আফফানের হেফজের ব্যাপারে ওই মাদরাসার মুহতামিম (প্রধান শিক্ষক) হাফেজ মাওলানা মুফতি আবুল কাশেম বলেন, ছয় মাসে হাফেজ হওয়ার ইতিহাস খুবই কম। স্বাভাবিকভাবে পরিপূর্ণ হাফেজ হতে কমপক্ষে তিন থেকে চার বছর সময় লেগে যায়। তবে মেধার পাশাপাশি কঠোর পরিশ্রমের মাধ্যমে আফফান বিরল এই সম্মান লাভ করলো। এটি তার মাদরাসার জন্যও গৌরবের।

হাফেজ আফফান ভবিষ্যতে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশবাসীর সেবা করতে চায়। এজন্য সে দেশবাসীসহ সবার নিকট দোয়া চেয়েছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ