সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


হজ কখন ফরজ হয়? হজের মাসে নাকি হজের নিবন্ধনের সময়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।নাজমুল হাসান সাকিব।।

ইসলামের অন্যতম একটি রোকন হজ। তবে আমাদের অনেকেই জানেন না পবিত্র এ বিধান কখন ফরজ হয়? ‘হজের মাসে নাকি হজের নিবন্ধনের সময়!’ এ বিষয়ে দ্বিধা অনেকের। ইসলাম এ বিষয় সম্পর্কে  কী বলে?

উত্তর: হজের মাস হওয়া হজ ফরজের জন্য জরুরি নয়। বরং ব্যক্তি যেখানে বসবাস করে, সেখান থেকে হজের উদ্দেশ্যে রওয়ানা হয়ে হজ করতে পারবে বলে সামর্থ্য হওয়া।

যেমন, বাংলাদেশে নির্দিষ্ট তারিখ পর্যন্ত হজের নিবন্ধন না করলে হজে যাওয়া যায় না। তাই সে নিবন্ধনের সময় যাদের হজ আদায় পরিমাণ অর্থ-সম্পদ থাকে, তার ওপর হজ ফরজ হবে এবং আদায় করাও ফরজ।

আর যাদের কাছে পরবর্তী সময়ে হজ আদায় করার পরিমাণ অর্থ-সম্পদ আসে, তাদের উপরও হজ ফরজ হবে। কিন্তু যাওয়ার ওপর বাধ্যবাধকতা থাকার কারণে তার ওপর আদায় করাটা ফরজ নয়। তাকে মা’জুর ধরা হবে। এমতাবস্থায় তার উচিত আগামী বছরের জন্য প্রস্তুতি গ্রহণ করা।

এর মানে হলো, হজ আদায় করার পরিমাণ অর্থ-সম্পদ ব্যক্তির কাছে থাকলেই হজ ফরজ হয়ে যায়। কিন্তু আদায় ফরজ হয় হজের মাসে।

(গুনিয়্যাতুন নাসেক: ২২, ফাতওয়ায়ে হিন্দিয়া: ১/২১৭, আল বাহরুর রায়েক: ২/৫৩৯) (গুনিয়্যাতুন নাসেক: ২৪, ফাতওয়ায়ে হিন্দিয়া: ১/২১৮, আল বাহরুর রায়েক: ২/৩১১, ইলাউস সুনান: ৮/১০, ফাতহুল কাদীর: ২/৪১৭-৪১৮)।

লেখক: শিক্ষার্থী (ইফতা ২য় বর্ষ), আল মারকাজুল ইসলামী (এ এম আই) বাংলাদেশ।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ