আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে হজযাত্রা শুরুর পর মোট আট বাংলাদেশির মৃত্যু হলো।
আজ রাত ২টায় প্রকাশিত হজ বুলেটিনে আটজনের মৃত্যুর কথা জানানো হয়েছে। এরআগে ২৮ জুন একজন, ২১ জুন দু’জন, ১৭ জুন দু’জন আর ১১ জুন ও ১৬ জুন আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়।
সর্বশেষ যিনি মারা গেছেন তার নাম মোছা. ফাতেমা বেগম। ফাতেমা বেগমের মৃত্যু হয়েছে ৩০ জুন, মক্কায়। ফাতেমা বেগম রাজধানীর বাড্ডার সাতারকুলের বাসিন্দা ছিলেন। তার পাসপোর্ট নম্বর EE0382843।
মারা যাওয়া বাকি সাতজন হলেন- টাঙ্গাইলের আব্দুল গফুর, রংপুরের পীরগাছার মো. আবদুল জলিল খান, ঢাকার বিউটি বেগম, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, নোয়াখালী জেলার নুরুল আমিন ও চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির।
এনটি