বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

বন্যা পরিস্থিতি পরিদর্শনে সিলেটে স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বন্যা পরিস্থিতি উন্নত হলেও বন্যা সৃষ্ট দুর্ঘটনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যেন থামছেই না। বৃদ্ধি পাচ্ছে বন্যাকবলিত এলাকায় রোগের আক্রমণ। এ অবস্থায় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হেলিকপ্টারে করে সিলেট পৌঁছেছেন স্বাস্থ্য ও পারিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে করণীয় প্রসঙ্গে জরুরি মতবিনিময় সভায় অংশ নিবেন তিনি।

সোমবার (২৭ জুন) সিলেটের বিভিন্নি এলাকা ঘুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে আসেন তিনি। এসময় তার সাথে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

সিলেটের বন্যা পরিস্থিতি দেখতে সকাল ৯টায় রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে রওনা দেন তিনি। সিলেটের বেশ কিছু এলাকা পরিদর্শন শেষে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বন্যার কারণে রাস্তা ঘাট নষ্ট হয়ে যাওয়ায় হেলিকপ্টারে তিনি সিলেট পরিদর্শন করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বন্যায় সবমিলিয়ে দেশে এখন পর্যন্ত নানা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৪ জন। সিলেট বিভাগেই ৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ১৮ জন, সুনামগঞ্জে ২৬ জন, মৌলভীবাজারে ৪ জন এবং হবিগঞ্জে ৪ জন মারা গেছেন। এছাড়া ময়মনসিংহ বিভাগে ২৮ জন মারা গেছে।

এর মধ্যে ময়মনসিংহে ৫ জন, নেত্রকোণায় ৯ জন, জামালপুরে ৯ জন এবং শেরপুরে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও রংপুর বিভাগে এখন পর্যন্ত বন্যায় ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুড়িগ্রামে ৩ জন এবং লালমনিরহাটে ১ জন। তবে রংপুর বিভাগে কারো মৃত্যু হয়নি। এছাড়াও বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৮৯০ জন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ