সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


রাজনীতিতে নারী সাহাবিদের রা. অবদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মূল: সাইদ আনসারি
অনুবাদ: নোমান আব্দুল্লাহ

রাজনীতিতে নারী সাহাবিগণ রা. বিভিন্ন অবদান রেখেছিলেন। হজরত শিফা বিনতে আব্দুল্লাহ এমন চমৎকার পরামর্শ দিতে পারতেন যে, হযরত উমর ফারুক রা. তার পরামর্শ খুব পছন্দ করতেন এবং তার পরামর্শ গ্রহণ করতেন।

প্রায় সময় বাজার ব্যবস্থাপনার দায়িত্বও তার হাতে অর্পন করতেন। হিজরতের পূর্বে যখন কাফেররা রাসুল সা. এর গৃহ ঘিরে ফেলার পরিকল্পনা করলো, তখন রাকিকা বিনতে সাইফি রা.- যিনি আব্দুল মুত্তালিবের ভাতিজী ছিলেন- কাফেরদের দুরভিসন্ধি রাসুল সা. কে জানিয়ে দেন।

ফলে রাসুল সা. আলী রা. কে তার শয়নগৃহে রেখে হিজরতের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। নারীদের রাজনৈতিক ক্ষমতা এত অধিক পরিমাণ ছিল যে , তারা চাইলে কাউকে নিরাপত্তা দান করতে পারতেন এবং শাসক তার নিরাপত্তা দানকে স্থায়িত্ব দিতে পারতেন।

সুনানে আবু দাউদে বর্ণিত হয়েছে, মক্কা বিজয়ের সময় উম্মে হানি রা. কর্তৃক জনৈক মুশরিককে আশ্রয়দানের কথা জেনে রাসুল সা. বললেন, তুমি যাকে আশ্রয় বা নিরাপত্তা দিয়েছো, আমিও তাকে আশ্রয় দিলাম।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ