আওয়ার ইসলাম ডেস্ক: হজ কোটা বাড়ানোয় বাংলাদেশ থেকে আরও ২ হাজার ৪১৫ জনকে হজ করার অনুমতি দিয়েছে সৌদি আরব।
বুধবার (২২ জুন) রাতে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী, এ বছর মোট ৫৭ হাজার ৫৮৫ জন বাংলাদেশির হজ করার কথা ছিল। তাদের সঙ্গে আরও ২ হাজার ৪১৫ জন যুক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে ৬০ হাজারে পৌঁছাল।
হজযাত্রীদের মধ্যে ৪ হাজার জন সরকারি হজ ব্যবস্থাপনায় এবং বাকিরা বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন।
চাঁদ দেখা সাপেক্ষে এ বছরের ৮ জুলাই হজ হতে পারে।
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মঙ্গলবার (২১ জুন) পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ২৮ হাজার ৩০৯ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২৪ হাজার ৯২৪ জন। এদিকে সৌদি গিয়ে এ পর্যন্ত ছয় হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
গত ২০১৯ সালে প্রায় ১ লাখ ২৭ হাজার বাংলাদেশিকে হজ করার অনুমতি দেয়া হয়েছিল। তবে করোনা মহামারিতে গত ২ বছর সীমিত আকারে হজ পালিত হয়। তবে এবছরও হজ পালনে হজ যাত্রীদের বয়সসীমা বেঁধে দেয়া হয়। যাদের বয়স ৬৫ বছরের নিচে তারাই কেবল হজে যেতে পারবেন।
-এএ