বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

বানভাসিদের সহায়তায় ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা উত্তরের নগদ অর্থ সংগ্রহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটসহ দেশের একাধিক বন্যা কবলিত জেলার বানভাসি অসহায় মানুষের সহযোগিতার জন্য নগদ অর্থ সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর।

সোমবার বিকেলে নগরীর ভাটার ও নতুন বাজার এলাকায় অর্থ সংগ্রহ করে ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তর নেতৃবৃন্দ।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি নাঈম বিন জামশেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউসুফ সিরাজীর সঞ্চালনায় নগদ অর্থ কালেকশন কর্মসূচিতে প্রধান অতিথি  ছিলেন কেন্দ্রীয় স্কুল ও কলেজ সম্পাদক শফিকুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, বানভাসি মানুষের সাহায্যে দুর্যোগের শুরু থেকেই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি নুরুল করীম আকরাম এর নেতৃত্বে একাধিক সেচ্ছাসেবক টিম বন্যা কবলিত এলাকায় সেবা দিয়ে যাচ্ছে। দুর্যোগ কাটিয়ে ওঠা পর্যন্ত ত্রাণ-সাহায্য কর্মসূচি চলমান থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন ।

এ সময় নগর সভাপতি নাঈম বিন জামশেদ সিলেটের বানভাসি মানুষের পাশে দাঁড়াতে দেশের সকল শ্রেণীর মানুষ ও বিত্তবানদের আহবান জানান। পাশাপাশি সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতায় বরাদ্দ বাড়িয়ে দ্রুত নিরাপদ আশ্রয়স্থলের ব্যবস্থা গ্রহন করতে বলেন। এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারকে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহন করার আহবান জানান।

বানভাসি মানুষের সহযোগিতার জন্য নগদ অর্থ সংগ্রহ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক আমিন শরিফ, অর্থ ও কল্যাণ সম্পাদক সুহাইল তানভীরসহ নগর ও থানা নেতৃবৃন্দ।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ