বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

আল্লামা আব্দুল হালীম বুখারী’র ইন্তেকালে হাইআতুল উলয়ার নেতৃবৃন্দের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: আল-হাইআতুল উলয়ার অন্যতম সদস্য, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ এর মহাসচিব, আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া, চট্টগ্রামের মহাপরিচালক, দেশের শীর্ষ আলেম, প্রখ্যাত হাদীস বিশারদ, হযরত মাওলানা মুফতি আব্দুল হালীম বুখারী (র.) আজ সকাল ১০টা ৪ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আল-হাইআতুল উলয়ার মুহতারাম চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান (দামাত বারাকাতুহুম), কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমান (দামাত বারাকাতুহুম) এবং আল-হাইআতুল উলয়ার অধীন ৬ বোর্ডের নেতৃবৃন্দ। মরহুমের জানাজা আজ রাত ১০টায় পটিয়া মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে, ইন-শা-আল্লাহ। দেশের সকল উলামায়ে কেরাম ও তালিবে ইলমদের প্রতি তাঁর মাগফিরাত ও রফয়ে দারাজাতের জন্য কুরআন খতম ও বিশেষ দু‘আর অনুরোধ জানানো হয়েছে।

আল্লামা আব্দুল হালীম বুখারী ছিলেন উপমহাদেশের একজন প্রখ্যাত আলেমে দীন, বুযুর্গ ও শাইখুল হাদীস। প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি কওমি মাদরাসা অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি দীর্ঘকাল আল-জামিয়া আল ইসলামিয়া পটিয়ার শায়খুল হাদিস ও মহাপরিচালক ছিলেন। তাঁর ইন্তিকালে বাংলাদেশের উলামায়ে কেরাম, তালেবে ইলমগণ ও ধর্মপ্রাণ মুসলিম জনসাধারণ একজন অভিভাবককে হারাল।

তাঁর ইন্তিকালে আরো শোক প্রকাশ করেন আল-হাইআতুল উলয়ার অন্যতম সদস্য মাওলানা মুফতি রুহুল আমীন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুল হামীদ (পীর সাহেব, মধুপুর), মাওলানা জিয়াউদ্দীন, মাওলানা এনামুল হক, মাওলানা আব্দুল বছীর, মাওলানা সুলতান যওক, মাওলানা ফুরকানুল্লাহ খলীল, মুফতি এনামুল হক, মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা মুফতি মোহাম্মদ আলী, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুহিব্বুল হক, মাওলানা আনাস মাদানী, মাওলানা মুছলেহুদ্দীন রাজু, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা মুশতাক আহমদ, মাওলানা উবায়দুর রহমান মাহবুব, মাওলানা নূরুল হুদা ফয়েজী, মাওলানা মুফতি নূরুল আমীন, মাওলানা মুফতি জসিমুদ্দীন, মাওলানা শামসুল হক, মাওলানা মুফতি ওবায়দুল্লাহ হামজা, মাওলানা আব্দুল কুদ্দুস (আরজাবাদ), মাওলানা মুফতি নাসীরুদ্দীন, মুফতি আহমাদ আলী, মাওলানা সিরাজুল হক, মাওলানা আশরাফুজ্জামান, মাওলানা মুহাম্মাদ যুবায়ের, মুফতি নুরুল ইসলাম, মুফতি ইমদাদুল্লাহ কাসেমী।

আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর অধীন সকল বোর্ড ও মাদরাসা তাঁর মাগফিরাতের জন্য বিশেষ দু‘আর আয়োজন করেছে। দেশের সকল উলামায়ে কেরাম, মসজিদের ইমাম ও খতিব, মাসরাসার শিক্ষক ও ছাত্র এবং ধর্মপ্রাণ মুসলিমদের নিকট আল-হাইআতুল উলয়া বাংলাদেশের পক্ষ হতে বিশেষভাবে মরহুমের জন্য দু‘আর আবেদন করা হয়েছে। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতে উঁচু মাকাম দান করুন। আমিন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ