সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


সরকার পতন আন্দোলনে জমিয়ত-বিএনপি ঐকমত্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকার পতনের আন্দোলন নিয়ে ঐকমত্য হয়েছে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ ও বিএনপি।

শনিবার (১৮ জুন) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দুই দলের বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জমিয়তের সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী সাংবাদিকদের সামনে এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের যে ঘোষিত কর্মসূচি, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার। সেই কর্মসূচি অনুযায়ী আজ ২০ দলীয় জোটের অন্যতম শরীক জমিয়তে ওলামায়ে ইসলামের নেতাদের সঙ্গে বৈঠক করেছি। আমাদের দেশের মানুষের ওপরে যে দুঃশাসন চেপে বসে আছে, অনির্বাচিত একটি সরকার, তাদের বিরুদ্ধে সংগ্রাম করার ব্যাপারে জমিয়তে ওলামায়ে ইসলামের নেতাদের সঙ্গে আলাপ করে একমত হয়েছি।

তিনি বলেন, আমরা এ বিষয়ে একমত হয়েছি যে খালেদা জিয়া, তারেক রহমানসহ আমাদের ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার করতে হবে। আমরা আরও একমত হয়েছি যে, এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবো। সরকার পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। সেই সঙ্গে সংসদ বিলুপ্ত করতে হবে। তারপরে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নতুন নির্বাচন কমিশন গঠন করে তাদের অধীনে সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন হবে। যে নির্বাচনের মধ্যে দিয়ে একটি নতুন পার্লামেন্ট গঠন হবে। সেই পার্লামেন্টের মাধ্যমে সব দলের মতামতের ভিত্তিতে একটি সরকার গঠন করা হবে।

তিনি বলেন, এই বিষয়গুলোতে আমরা একমত হয়েছি যে, আন্দোলনের ব্যাপারে আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে যুগপৎভাবে আন্দোলন শুরু করবো। আন্দোলনকে একটা সুনির্দিষ্ট পর্যায়ে অর্থাৎ এই সরকারকে পদত্যাগের মধ্যে দিয়ে আন্দোলনকে সফল করার জন্য জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবো।

এসময় জমিয়তের একাংশের সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী বলেন, আজ আমরা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হয়েছি। বিএনপির সঙ্গে বৈঠক হয়েছে। দেশের মানুষ সুখী না। পেটের ক্ষুধায় মানুষ রাস্তাঘাটে হাহাকার করছে। বন্যার মধ্যেও সরকারের সাহায্য পর্যাপ্ত পরিমাণে যাচ্ছে না। তাছাড়া দেশের প্রধান যে জিনিসটা গণতন্ত্রকে এই সরকার শেষ করে ফেলেছে। এই সরকারকে আর টিকে থাকতে দেওয়া যায় না। অনতিবিলম্বে এই সরকারকে হটাতে হবে। সেজন্য আমাদের কোরবানির প্রয়োজন আছে, আন্দোলনের প্রয়োজন আছে। সেজন্য যা কিছু প্রয়োজন হয়, তা করতে আমরা একমত হয়েছি। বিএনপি মহাসচিব যে কথাগুলো বলেছেন, সেগুলোর সঙ্গে আমরা একমত হয়েছি।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ