বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

সমাজসেবক মাওলানা গাজী ইয়াকুব অসুস্থ, দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। তাকওয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক মাওলানা গাজী ইয়াকুব গুরুতর অসুস্থ হয়ে হিন্দুস্তানের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ রোববার মাওলানা গাজী ইয়াকুব এর আইডি থেকে এক পোস্টে জানা যায়, চারদিন যাবত জ্ঞান ফিরিনি তার দেশবাসির কাছে দোয়া কামনা করেছেন মাওলানা গাজী ইয়াকুবের স্ত্রী। তিনি লিখেন অপারেশন শেষে নিথর দেহে আজ চারদিন যাবত এভাবেই বিছানায় পড়ে আছে আপনাদের ভাই গাজী ইয়াকুব, তার জন্য সবাই দোয়া করবেন। ফোন না দেওয়ার জন্য আবারও অনুরোধ রইলো।

এর আগে অপারেশন শুরু হওয়ার আগে গত ১৬ জুন মাওলানা ইয়াকুব নিজেই ফেসবুকে পোস্ট করেন, আজ বেলা তিনটা থেকে রাত দশ-টা পর্যন্ত আমার মেরুদণ্ডের অপারেশন হবে ইনশাআল্লাহ। এছাড়া আর কোন উপায় ছিলো না, দোয়ার মুহতাজ। কয়েকটা দিন ফোন না দিলে খুশি হবো।

৪২ বছর বয়সী গাজী ইয়াকুব আরও জানান, করোনাভাইরাসের প্রকোপ দেখা দেওয়ার পর থেকেই তারা জনগণকে সচেতন করতে কাজ শুরু করেছিলেন। মসজিদে মসজিদে লিফলেট বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার ও প্যাকেট খাবার বিতরণ করা শুরু করেন। সেই সঙ্গে মিরপুরের বিভিন্ন এলাকায় রুটিন করে জীবাণুনাশক স্প্রে করে দেশজুড়ে সেবার এক অনন্য নজির স্থাপন করেন। তার দেখাদেখি মানুষ করোনার মহামারী চলাকালীন ভয় কাটিয়ে সেবায় এগিয়ে আসে।

দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে রাজধানীর বিভিন্ন এলাকার অসহায়দের মাঝে প্রতিদিন দুইশ’ প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করছিলেন।

লালবাগ মাদরাসা থেকে ১৯৯৯ সালে দাওরায়ে হাদিস পাস করেছেন ৩ সন্তানের জনক মাওলানা গাজী ইয়াকুব। তিনি মানব সেবাকে আল্লাহতায়ালার সন্তুষ্টি অর্জনের মাধ্যম মনে করেন। ব্যক্তিগত জীবনে মাদরাসায় শিক্ষকতার পাশাপাশি ব্যবসা করে জীবন নির্বাহ করেন তিনি। এসব কাজের মাঝেই নিজেকে জড়িয়েছেন আর্ত মানবতার সেবায়।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ