সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


দাওরায়ে হাদিস পরীক্ষা দিতে যে কোনো বোর্ড থেকে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করছে হাইয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার নিবন্ধনের জন্য ১৪৪৬-১৪৪৭ হিজরি শিক্ষাবর্ষ থেকে ফজিলত ২য় বর্ষ ও সানাবিয়্যা উলইয়া সানিয়াতে ৬ বোর্ডের যে কোন বোর্ড হতে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করছে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ।

আজ রোববার আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের অফিস ব্যবস্থাপক, মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক পরিপত্রে এ কথা জানা যায়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কয়েকটি বিষয় আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর অধীন ৬ বোর্ড প্রতিনিধিদের উপস্থিতিতে ও চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত গত মাসের ২৮ তারিখের নেসাব উপকমিটির সভায় সর্বসম্মতভাবে গৃহীত হয়। ১৪৪৪-১৪৪৫ হিজরী শিক্ষাবর্ষ থেকে বিষয়গুলো বাস্তবায়নের জন্য আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর অধীন ৬ বোর্ডকে আশু পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

১। ছেলেদের নেসাবের ৬ (ছয়) টি মারহালা (স্তর) হবে, মোট শিক্ষাবর্ষ হবে ১৬; মেয়েদের নেসাবের ৫ (পাঁচ) টি মারহালা (স্তর) হবে, মোট শিক্ষাবর্ষ হবে ১৪।

ছেলেদের মারহালাগুলোর নাম ও সময়কাল হবে নিম্নরূপ:

১.১ الابتدائية (ইবতিদাইয়্যা [প্রাথমিক]): ৬ বছর (শিশু শ্রেণিসহ);
[৫ (পাঁচ) বছরের শিশুরা এ স্তরে ভর্তি হবে।]
১.২ المتوسطة (মুতাওয়াস্সিতা [নিম্ন মাধ্যমিক]) : ৩ বছর।

১.৩ الثانوية (সানাবিয়্যা [মাধ্যমিক]): ২ বছর।
১.৪ الثانوية العليا (সানাবিয়্যা উলইয়া [উচ্চ মাধ্যমিক]): ২ বছর।
১.৫ الفضيلة (ফযীলত [¯স্নাতক]): ২ বছর।
১.৬ دورة الحديث (التكميل) : ১ বছর।
(দাওরায়ে হাদীস (তাকমীল) [¯স্নাতকোত্তর])
সর্বমোট = ১৬ বছর।

মেয়েদের মারহালাগুলোর নাম ও সময়কাল হবে নিম্নরূপ :
২.১ الابتدائية (ইবতিদাইয়্যা [প্রাথমিক]): ৬ বছর (শিশু শ্রেণিসহ);
[৫ (পাঁচ) বছরের শিশুরা এ স্তরে ভর্তি হবে।]
২.২ المتوسطة (মুতাওয়াস্সিতা [নিম্ন মাধ্যমিক]): ২ বছর।
২.৩ الثانوية (সানাবিয়্যা [মাধ্যমিক]): ৩ বছর।
২.৪ الفضيلة (ফযীলত [¯স্নাতক]): ২ বছর।
২.৫ دورة الحديث (التكميل) : ১ বছর।
(দাওরায়ে হাদীস (তাকমীল) [¯স্নাতকোত্তর])
সর্বমোট = ১৪ বছর।

৬ মারহালার শ্রেণিগুলোর নাম নিম্নরূপ:
১ম মারহালা (স্তর) : الابتدائية (প্রাথমিক)
১.১ روضة الأطفال : রওজাতুল আতফাল (শিশু শ্রেণি);
১.২ الابتدائية الأولى : ইবতিদাইয়্যা ১ম শ্রেণি
১.৩ الابتدائية الثانية : ইবতিদাইয়্যা ২য় শ্রেণি
১.৪ الابتدائية الثالثة : ইবতিদাইয়্যা ৩য় শ্রেণি
১.৫ الابتدائية الرابعة : ইবতিদাইয়্যা ৪র্থ শ্রেণি
১.৬ الابتدائية الخامسة : ইবতিদাইয়্যা ৫ম শ্রেণি
২য় মারহালা (স্তর) : المتوسطة (নিম্ন মাধ্যমিক)
২.১ المتوسطة الأولى : মুতাওয়াস্সিতা ১ম
২.২ المتوسطة الثانية : মুতাওয়াস্সিতা ২য়
২.৩ المتوسطة الثالثة : মুতাওয়াস্সিতা ৩য়
৩য় মারহালা (স্তর) : الثانوية (মাধ্যমিক)
৩.১ الثانوية الأولى : সানাবিয়্যা ১ম
৩.২ الثانوية الثانية : সানাবিয়্যা ২য়
৪র্থ মারহালা (স্তর) : الثانوية العليا (মাধ্যমিক)
৪.১ الثانوية العليا الأولى : সানাবিয়্যা উলইয়া ১ম
৪.২ الثانوية العليا الثانية : সানাবিয়্যা উলইয়া ২য়
৫ম মারহালা (স্তর) : الفضيلة(¯স্নাতক)
৫.১ الفضيلة الأولى : ফযীলত ১ম বর্ষ
৫.২ الفضيلة الثانية : ফযীলত ২য় বর্ষ
৬ষ্ঠ মারহালা (স্তর) : دورة الحديث (التكميل) (¯স্নাতকোত্তর)
৬.১ دورة الحديث (التكميل) : দাওরায়ে হাদীস (তাকমীল)

২। (ক) ৬ষ্ঠ মারহালার পাঠ্যবিষয় (ফন) হাদীস; পাঠ্যকিতাব নিম্নবর্ণিত ১০টি: বুখারী শরীফ-১, বুখারী শরীফ-২, মুসলিম শরীফ-১, মুসলিম, শরীফ-২, তিরমিযী শরীফ-১, তিরমিযী শরীফ-২ ও শামায়েলে তিরমিযী, আবু দাউদ শরীফ, নাসায়ী ও ইবনে মাজাহ শরীফ, তাহাবী
শরীফ এবং মুওয়াত্তায়ে ইমাম মালিক ও মুওয়াত্তায়ে ইমাম মুহাম্মদ। এ ছাড়া ১০০ নম্বরের কেরাতের পরীক্ষা হবে।

(খ) ৫ম মারহালার ফযীলত ২য় বর্ষে ৮০০ নম্বরের কেন্দ্রীয় পরীক্ষা হবে। বুনিয়াদি ফন (পাঠ্যবিষয়) ৫টি। যথা- ১। হাদীস ২। উসূলে হাদীস ৩। তাফসীর ৪। ফিকহ ৫। আকায়িদ। বুনিয়াদি কিতাব ৫টি। যথা- ১। মিশকাত-১, ২। মিশকাত-২, ৩। শরহে নুখবাতুল ফিকার ৪। হেদায়া রাবে‘ ৫। শরহে আকায়িদ।

অবশিষ্ট দুই কিতাব হিদায়া সালিস ও বায়যাবী শরীফের ব্যাপারেও সকলে নীতিগত ঐক্যমত পোষণ করেন।

৩। ১৪৪৬-১৪৪৭ হিজরী শিক্ষাবর্ষ থেকে দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার নিবন্ধনের জন্য ফযীলত সানিয়া এবং সানাবিয়্যা উলইয়া সানিয়াাতে ৬ বোর্ডের যে কোন বোর্ড হতে উত্তীর্ণ হওয়া বাধ্যতামলূক হবে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ