আওয়ার ইসলাম ডেস্ক: কর্মীদেরকে বাংলাসহ ১৩টিরও বেশি প্রধান ভাষায় কথা বলতে এবং যোগাযোগ করার প্রশিক্ষণ দিয়েছে সৌদি আরবের পাসপোর্টের জেনারেল ডিরেক্টরেট (জাওয়াজত)।
ভাষার মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, স্প্যানিশ, ইন্দোনেশিয়ান, জাপানি, ফার্সি, উর্দু, তুর্কি, পর্তুগিজ এবং অন্যান্য।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, হজযাত্রীদের সঙ্গে তাদের ভাষায় যোগাযোগের সুবিধার্থে এবং তাদের ভাষায় সহজে আচরণ করার জন্য জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কর্মীদের মোতায়েন করা হয়েছে।
হজযাত্রীদের স্বাচ্ছন্দ্যের সঙ্গে আচার-অনুষ্ঠান সম্পাদনের জন্য এবং তাদের প্রবেশের প্রক্রিয়া শেষ করতে সহায়তা করার জন্য প্রয়োজনীয় সমস্ত উপায় সরবরাহ করার পাশাপাশি ভাষাগত দক্ষতাও বাড়িয়েছে কর্মীদের।
বাংলাদেশ থেকে চলতি বছর গত ১৪ দিনে (১৮ জুন দিবাগত রাত ২টা পর্যন্ত) ২০ হাজার ৪৪১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ১৭ হাজার ৫৬ জন।
হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।
মোট ৫৫টি ফ্লাইটে সৌদি গেছেন হজযাত্রীরা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৩১টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৫টি।
এখন পর্যন্ত চারজন বাংলাদেশি হজযাত্রীর সৌদিতে মৃত্যু হয়েছে। তাদের সেখানেই দাফন করা হয়েছে।
সরকারের সর্বশেষ হজ বুলেটিনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে আগত সরকারি ব্যবস্থাপনার চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম ফ্লাইটের সকল হজযাত্রীগণ বর্তমানে মদিনায় অবস্থান করছেন। তারা সেখানে রাসুল (সা:)’ এর রওজা মোবারক জিয়ারত এবং মসজিদে নববীতে ৪০ ওয়াক্ত নামাজ আদায় শেষে আবার মক্কায় প্রত্যাবর্তন করবেন।
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী মাসের (জুলাই) ৮ তারিখে হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার জন (রাষ্ট্রীয় খরচ ও গাইডসহ), অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৩ হাজার ৫৮৫ জন।
হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।
এনটি