মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মাদারীপুরে ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ পোড়ালেন ছাত্র-জনতা ইউপি সদস্যকে হত্যা করতে এসে আগ্নেয়াস্ত্রসহ আটক ৩ চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি বিজেপির পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে নামানো হলো সেনাবাহিনী ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা

আল-আকসায় ৫০ হাজার ফিলিস্তিনির জুমার নামাজ আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অধিকৃত জেরুসালেম শহরের আল-আকসা মসজিদে ৫০ হাজার ফিলিস্তিনি জুমার নামাজ আদায় করেছেন। অধিকৃত আল-কুদস শহরের গেট ও প্রবেশপথে ইসরায়েলি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও হাজার হাজার ফিলিস্তিনি মুসল্লি ওই মসজিদে শুক্রবারের জুমার নামাজ আদায় করেন।

আল-আকসা মসজিদের ইসলামী ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ‘পবিত্র এ মসজিদে ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি মুসলিম নামাজ আদায় করতে এসেছিলেন। কিন্তু, ইসরায়েলি কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে তাদের সংখ্যা কমে গেছে।’

এখানে ইসরায়েলি পুলিশ বাহিনী মসজিদের কয়েক ডজন রাস্তা অবরোধ করে রেখেছে। ফিলিস্তিনিরা ওই পবিত্র মসজিদে প্রবেশ করার সময় তাদের শরীর ও আইডি কার্ডের চেক ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। অনেক ফিলিস্তিনি মুসল্লিকে এ পবিত্র ইসলামী স্থাপনায় যেতে নিষেধও করে দেয়া হয়।

জুমার খুতবা চলাকালীন আল-আকসা মসজিদের (ধর্ম প্রচারক) ইমাম শেখ ইসমাইল নাওয়াহদা বলেন, ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের উস্কানিমূলক প্রচারণা, অন্যায় অবরোধ এবং মুসলমানদের এ পবিত্র স্থানে ইহুদি বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ আল-আকসার পরিচয়কে পরিবর্তন করতে পারবে না।’

তিনি বলেন, আল-আকসা মসজিদ শুধুমাত্র মুসলমানদের জন্যই একটি উপাসনার স্থান। এটাকে বিভক্ত করার যেকোনো ইসরায়েলি প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করছি।

এছাড়া শুক্রবার সকালে ইসরায়েলি নিষেধাজ্ঞা সত্ত্বেও হাজার হাজার মুসলিম আল-আকসা মসজিদে ফজরের নামাজ আদায় করেছেন।

এর আগে অধিকৃত পূর্ব জেরুসালেমের আল-আকসা মসজিদ কমপ্লেক্সকে ইসরায়েলিরা একটি ইহুদি সিনাগগে পরিণত করতে চায় বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী। তার অভিযোগ এ ইহুদি রাষ্ট্রটি দীর্ঘ দিন ধরে এ ধরনের অপচেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক তাদের প্রতিবেদনে জানিয়েছে, ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ বলেছেন যে জেরুসালেমে ৫৫ বছর ধরে খননকাজ করেও একটি ইহুদি মন্দির বা সিনাগগের (সিনাগগ মানে হলো ইহুদিদের ধর্মীয় উপাসনালয়) কোনো চিহ্ন খুঁজে পায়নি ইসরায়েল। তারপরেও তারা আল-আকসা মসজিদকে একটি ইহুদি সিনাগগে পরিণত করতে চাইছে।

তিনি বলেন, ‘জেরুসালেমে স্থিতাবস্থা বজায় রাখতে চায় ফিলিস্তিনিরা। আর এ ধরনের নিয়ম-রীতি ফিলিস্তিনের অটোমান শাসনামল থেকে বিরাজমান ছিল।’ মূলত এর মাধ্যমে তিনি বলতে চাইছেন যে আল-আকসা মসজিদ সব সময়ই একটি মুসলিম তীর্থস্থান ছিল। এখানকার নিয়ম-রীতি চলমান থাকুক।

আল-আকসা মসজিদ মুসলমানদের অন্যতম পবিত্র স্থান এবং প্রথম কেবলা। ইহুদিরা একে ‘টেম্পল মাউন্ট’ বলে অভিহিত করে থাকে। তাদের দাবি, প্রাচীনকালে এখানে দু’টি ইহুদি মন্দির ছিল।

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুসালেম ও আল-আকসা মসজিদ দখল করেছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। ১৯৮০ সালে দেশটি সমগ্র শহরটিকে দখল করে। তবে তাদের এ দখলদারিত্ব আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক স্বীকৃতি পায়নি।

সূত্র : আবনা-২৪, ইয়েনি শাফাক

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ