আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা এবং দলটির দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও হযরত আয়েশা সিদ্দীকা রা.-এর শানে অবমাননাকর কটূক্তির প্রতিবাদ এবং কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি ঢাকা জেলা উত্তরের উদ্যোগে গতকাল (১৭ জুন) শুক্রবার বাদ আসর সাভার পৌরস্থ রাজারবাড়ী মাদরাসা মিলনায়তনে বর্ণাঢ্য সীরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটির ঢাকা জেলা উত্তরের সভাপতি গেরুয়া মাদরাসার মুহতামিম মুফতি মাহবূবুর রহমান নবাবগঞ্জীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজারবাড়ী মাদরাসার মুহতামিম মুফতি নাজমুল হাসান বিন নূরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রবীণ আলেমেদ্বীন শাইখুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সর্বশেষ নবী মুহাম্মদ সা. বিশ্ব মুসলিমের হৃদয়ের স্পন্দন। নবীজির শানে বেয়াদবি করলে মুসলিম উম্মাহর কলিজায় রক্তক্ষরণ হয়। ভারতের ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল এ ধৃষ্টতা প্রদর্শন করে উগ্রবাদী বিজেপির চরম বিদ্বেষপূর্ণ মনোভাবেরই বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
অবিলম্বে নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে ভারত সরকারকে মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাইতে হবে। তিনি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মর্যাদা রক্ষায় সংসদে আইন প্রণয়নেরও দাবি জানান।
কনফারেন্সে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমীর শাইখুল হাদীস মুফতি শাহেদ সাঈদ নূর, ঢাকা জেলা উত্তরের উপদেষ্টা জামিয়া খাতামুন্নাবিয়্যীন সাভারের মুহতামিম শাইখুল হাদীস আল্লামা আশিকুর রহমান কাসেমী, রাজাশন মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী, ইত্তিহাদুল উলামা সাভার উপজেলার সভাপতি যাদুরচর মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী, দারুস সালাম মাদরাসার শাইখুল হাদীস মুফতি আব্দুল হাকিম, সাভার উপজেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক আনন্দপুর মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আলী আজম, জামিয়া মদীনাতুল উলূম আমিন বাজারের শিক্ষা সচিব মুফতি আব্দুর রহীম কাসেমী, ঢাকা জেলা উত্তরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা শাহেদ জহিরী, সহ-সভাপতি মুফতি আমীনুল ইসলাম কাসেমী প্রমুখ।
উপস্থিত ছিলেন জামিয়া মদীনাতুল উলূম আমিন বাজারের নায়েবে মুহতামিম মুফতি আব্দুল বারী, কাতার প্রবাসী আলেম মুফতি খালেদ জহিরী, তা'লীমুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা বজলুর রহমান বাদশাহ, যাদুরচর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আবদুল্লাহ ফিরোজী, গেরুয়া মাদরাসার মুদাররিস মুফতি গাজী সিদ্দীকুর রহমান, সাড়া জাগানো ওয়ায়েজ মুফতি ফয়জুর রহমান সাদেকী, রাজারবাড়ী মাদরাসার মুহাদ্দিস মুফতি মারজানুল বারী সহ বিপুল সংখ্যক আলেম।
-এটি