আওয়ার ইসলাম ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে তিন ফিলিস্তিনি নিহত ও ১০ জন আহত হয়েছে। শুক্রবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।
শুক্রবার ভোররাতে প্রায় ৩০টি ইসরায়েলি সামরিক যান জেনিনে হামলা চালায় এবং শহরের পূর্বাঞ্চলের আল-মারাহ এলাকায় একটি গাড়িকে ঘিরে ফেলে। এরপর ইসরায়েলি সেনারা ওই গাড়ির ভেতরে বসে থাকা চারজনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তাদের মধ্যে তিনজন নিহত এবং চতুর্থজন গুরুতর আহত হয়েছেন।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিহতদের নাম প্রকাশ করেছে। তারা হলেন, বারা লাহলোহ (২৪), ইউসুফ সালাহ (২৩) ও লাইথ আবু সুরুর (২৪)।
সূত্র : আল-জাজিরা
এনটি