আওয়ার ইসলাম ডেস্ক: ২০২২ সালের ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দুপুরের সময় তপ্ত সূর্যালোকের নিচে কাজ নিষিদ্ধ করার সিদ্ধান্ত জারি করেছে সৌদি আরব। বুধবার সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নিয়েছে।
সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্তে বলা হয়েছে যে উল্লিখিত সময়ের মধ্যে শ্রমিকদের দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তপ্ত সূর্যালোকের নিচে কোনো কাজে নিয়োগ করা যাবে না। বছরের এ সময়ে সৌদি আরবের উচ্চ তাপমাত্রার বিপদ থেকে শ্রমিকদের স্বাস্থ্য রক্ষার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মধ্যাহ্নের সময় কাজ নিষিদ্ধ করার সিদ্ধান্তে তেল ও গ্যাস কোম্পানির শ্রমিকদের পাশাপাশি জরুরি রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত কর্মীদের বাদ দেওয়া হয়েছে। কারণে, তাদের সরাসরি সূর্যালোকের ক্ষতি থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া সৌদি আরবের কিছু অঞ্চলের বেশ কয়েকটি প্রশাসনিক এলাকাকে এ সিদ্ধান্ত বাস্তবায়নের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় নেওয়া এ সিদ্ধান্ত কেউ পালন না করলে বা লঙ্ঘন করলে সরাসরি মন্ত্রণালয়ে অভিযোগ জানানোর ব্যবস্থাও রাখা হয়েছে। নিয়োগকর্তাদের সরকারি সিদ্ধান্ত লঙ্ঘনের যেকোনো অভিযোগ যে কেউ কাস্টমার সার্ভিস নাম্বার ১৯৯১১ বা মন্ত্রণালয়ের মোবাইল অ্যাপের মাধ্যমে জানাতে পারবেন।
আরবি ভাষার দৈনিক সংবাদপত্র ওকাজের প্রতিবেদন অনুসারে, বিকেলের কাজ নিষিদ্ধ করার সিদ্ধান্তের কারণে উপকৃত শ্রমিকের সংখ্যা প্রায় ২৭ লাখ ৪০ হাজার। তাদের অধিকাংশই ঠিকাদারি বা নির্মাণ খাতের কাজের সঙ্গে জড়িত।
সূত্র : দ্যা সিয়াসাত ডেইলি
এনটি