আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বে জ্বালানি এবং কাঁচামালের উচ্চমূল্যর পাশাপাশি দুর্বল রুপি ভারতে দ্রুত বাড়তে থাকা বার্ষিক পাইকারি মূল্য ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চে নিয়ে গেছে। এতে সেন্ট্রাল ব্যাংকের সুদের হার আরও বাড়ানোরও পট প্রস্তুত হয়েছে।
ফেব্রুয়ারিতে ইউক্রেইনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে অশোধিত তেল এবং পণ্যের দাম বাড়ায় বহু দেশে মুদ্রাস্ফীতি বেড়েছে। ফলে সেন্ট্রাল ব্যাংক সুদের হার বাড়াতে বাধ্য হয়েছে।
মে মাসে রেকর্ড উচ্চতায় পৌঁছে ১৫.৮৮ শতাংশে দাঁড়িয়েছে পাইকারি মুদ্রাস্ফীতি, এপ্রিল মাসে যা ছিল ১৫.০৮ শতাংশ। টানা ১৪ মাস ধরে মুদ্রাস্ফীতি ২ ডিজিটের অঙ্কেই অবস্থান করছে। ১৯৯১ সালের পর থেকে ভারতে এটিই সর্বোচ্চ পাইকারি মুদ্রাস্ফীতি।
বিশ্লেষকদের রয়টার্স জরিপে মুদ্রাস্ফীতি ১৫.১০ শতাংশ বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে মঙ্গলবার দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, খাদ্যসামগ্রী, রাসায়নিক পদার্থের দাম বাড়াতেই পাইকারি মুদ্রাস্ফীতি সূচক ঊর্ধ্বমুখী হয়েছে।
সোমবার ভারতের কেন্দ্র সরকার জানিয়েছে, দেশের খুচরা মুদ্রাস্ফীতির হার মে মাসে পৌঁছেছে ৭.০৪ শতাংশে। এপ্রিলে তা ছিল ৬.৯৫ শতাশ। মার্চ মাসে ৬.০৭ শতাংশ। ফলে কাঁচা বাজারের অগ্নিমূল্য আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ভারতে মৃল্যবৃদ্ধির অন্যতম কারণ রাশিয়ান-ইউক্রেইন যুদ্ধ। মূল্যবৃদ্ধির ৫৯ শতাংশ কারণই হচ্ছে, বর্তমান অস্থির আন্তর্জাতিক পরিস্থিতি।
-এটি