মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মাদারীপুরে ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ পোড়ালেন ছাত্র-জনতা ইউপি সদস্যকে হত্যা করতে এসে আগ্নেয়াস্ত্রসহ আটক ৩ চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি বিজেপির পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে নামানো হলো সেনাবাহিনী ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা

পাবজিতে হারায় বন্ধুদের মশকরা, কিশোরের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বন্ধুদের কটাক্ষ আর মশকরার শিকার হয়ে আত্মহত্যা করেছে ভারতের তামিলনাড়ুর এক স্কুল পড়ুয়া। জানা গেছে, অনলাইন ব্যাটল রয়েল গেম পাবজিতে হারার জেরে ওই শিক্ষার্থীকে অপমান করে তার বন্ধুরা। কিন্তু এই অপমান কোনোভাবেই মেনে নিতে পারেনি ১৬ বছরের ওই শিক্ষার্থী। এরপরই সে আত্মহত্যার পথ বেছে নেয়। ঘটনাটির তদন্তে নেমে তাই পাবজির দিকেই আঙ্গুল তুলছে সেখানকার পুলিশ। এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস।

খবরে জানানো হয়, ঘটনাস্থল তামিলনাড়ুর মছলিপত্তনম। যদিও আত্মহত্যা করা ওই ছেলের নাম প্রকাশ করা হয়নি রিপোর্টে। জানা গেছে, স্থানীয় কংগ্রেস নেতার ছেলে ওই কিশোর। বহুদি ধরেই সে পাবজি খেলায় মত্ত ছিল। তার পাবজি খেলার সঙ্গী ছিল বন্ধুরাও।

তবে খেলায় হেরে গেলেই ওই কিশোরকে বারবার অপদস্ত করত বন্ধুরা। শেষে প্রবল অপমানিত হয়ে চরম পদক্ষেপ নেয় ওই ১৬ বছরের কিশোর। আপাতত দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার পরই জেলার কংগ্রেস নেতৃত্ব দাবি তুলেছে, পাবজির মতো খেলা নিষিদ্ধ ঘোষণা করা হোক।

ভারতে বরাবরই পাবজির মতো অনলাইন গেমগুলো নিয়ে বিতর্ক চলে আসছে। দেশটির একাংশ যুব সমাজের অধপতনের জন্য এ গেমকে দায়ী করছে। ২০১৯ সালে একবার পাবজিকে নিষিদ্ধও ঘোষণা করা হয়েছিল। তবে পরে তা আবার চালু হয়। বাংলাদেশেও এই গেম নিয়ে বিতর্ক রয়েছে।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ