আওয়ার ইসলাম ডেস্ক: নূপুর শর্মা-নবীন জিন্দলদের বিতর্কিত মন্তব্যের জেরে আন্তর্জাতিক মঞ্চে অস্বস্তি বাড়ছে ভারতের। আরব দুনিয়া, পাকিস্তান, আফগানিস্তানের পর এ বার চীন সরকারও নয়াদিল্লিকে সহিষ্ণুতার পাঠ দিতে সক্রিয় হল।
চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সোমবার সে দেশের সরকারি সংবাদমাধ্যমকে বলেন, বিজেপি নেতাদের মন্তব্যের কারণেই ভারতে বিক্ষোভের সূত্রপাত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারত সরকার ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাৎপর্যপূর্ণ ভাবে, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার চীন সফরের একদিন পরেই এমন মন্তব্য করলেন ওয়াং।
মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকেই মুসলিম নির্যাতন বাড়ছে ভারতে। সরকারী পৃষ্ঠপোষকতায় ছড়ানো হচ্ছে ইসলাম-বিদ্বেষ। সম্প্রতি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে বিজেপির জাতীয় মুখপাত্র নূপুরের মন্তব্যের পরে কানপুরে বিক্ষোভ হয়। নবীনের বিরুদ্ধেও আপত্তিকর মন্তব্যের অভিযোগ ওঠে। দু’জনকেই দল থেকে সাসপেন্ড করেছেন বিজেপি নেতৃত্ব।
কাতার, ইরান, সউদী আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত-সহ ইসলামি দুনিয়ার একাধিক দেশ এ নিয়ে কূটনৈতিক স্তরে ভারতের কাছে আপত্তি জানানোয় চাপে পড়েছে মোদী সরকার। পাকিস্তান, আফগানিস্তানের পর এবার চীনও ভারতের নিন্দা জানিয়েছে। সূত্র: টাইমস নাউ।
-এটি