আওয়ার ইসলাম ডেস্ক: আবারো কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। স্থানীয় সময় সোমবার তার কভিড পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। তবে আগেই টিকা নেয়ার কারণে ভালো বোধ করছেন বলে জানিয়েছেন তিনি।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আমেরিকা সামিটে যোগ দিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী। ওই সামিটে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন। খবর রয়টার্সের
যুক্তরাষ্ট্রের ওটোয়া থেকে টুইটারে ট্রুডো বলেন, আমি কভিড পজিটিভ। সরকারি স্বাস্থ্যবিধি ও আইসোলেশনের নিয়ম মেনে চলব। আমি ঠিক আছি কারণ আমি টিকা নিয়েছি। তাই যদি কেউ টিকা না নিয়ে থাকেন, টিকা নিন। আর যদি পারেন বুস্টার ডোজ নিন।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে প্রথমবারের মতো ট্রুডোর করোনা শনাক্ত হয়েছিল। সে সময় তার তিন সন্তানের মধ্যে দুজনের শরীরেও করোনার উপস্থিতি পাওয়া যায়।
করোনাভাইরাসের লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত কানাডায় করোনা শনাক্ত হয়েছে ৩৮ লাখ ৯৯ হাজার ৪৯৩ জন। মৃত্যু হয়েছে ৪১ হাজার ৫২৭ জনের। সুস্থ হয়েছেন ৩৫ লাখ ৪৬ হাজার ৪৩৬ জন।
এনটি