বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

সিলেটে ট্রেনে আগুন: তদন্ত কমিটি গঠন করল জেলা প্রশাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটে আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন লেগে পাওয়ার কারসহ ৩টি বগি পুড়ে যাওয়ার ঘটনায় সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে মৌলভীবাজারের জেলা প্রশাসক।

শনিবার দুপুর পৌনে ১টার দিকে সিলেট-আখাউড়া সেকশনের শমসেরনগর ও মনু রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে চলন্ত ট্রেনের পাওয়ার কারে হঠাৎ আগুন লেগে যায়।

পরে চালক কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের চৌশাইয়া এলাকায় ট্রেন থামিয়ে দেন। এসময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ৭ যাত্রী আহত হন। ঘটনার পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল ৪ ঘণ্টা বন্ধ থাকে। উদ্ধার কাজ শেষ হলে প্রায় ৪ ঘণ্টা পর বিকাল পৌনে ৫ টায় সিলেট রুটে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ঘটনাস্থল পরিদর্শন করে ৭ সদস্য বিশিষ্ট আরও একটি কমিটি করার কথা জানিয়েছেন। তিনি বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হককে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

শমশেরনগর রেলওয়ে স্টেশনমাস্টার মো. জামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, বিকাল ৪টা ৪০ মিনিটের পর থেকে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনায় ঢাকাগামী ‘জয়ন্তিকা এক্সপ্রেস লংলা স্টেশনে ও চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গলে আটকা পড়লেও পরে সেগুলো নিজ নিজ গন্তব্যে চলে গেছে।

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় জোনের মহা ব্যবস্থাক জাহাঙ্গীর হোসেন জানান, চলন্ত অবস্থায় ট্রেনে আগুন লাগার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি কমিটিতে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় জোনের বিভাগীয় কমার্শিয়াল ম্যানেজারকে প্রধান এবং অপরটিতে পূর্বাঞ্চলীয় জোনের চিফ মেকানিকাল ইঞ্জিনিয়ারকে প্রধান করা হয়। প্রতিটি কমটি ৪ সদস্য বিশিষ্ট। অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করে আগামী ৩ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য এসব কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ