মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি>
জামিয়া দারুল উলূম হাটহাজারীর সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ “মজলিসে শূরা”র বৈঠক সম্পন্ন হয়েছে।
আজ বুধবার সকাল ৯টায় হাটহাজারী মাদরাসার জামিয়ার প্রধানের কার্যালয়ে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে শুরা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে-
এক. দারুল উলূম হাটহাজারীর (পূর্ণ) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া। এর আগে তিনি ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন।
দুই. আল্লামা শেখ আহমদ শায়খুল হাদীস ও সদরে মুদাররিসের দায়িত্ব পালন করবেন।
তিন. আল্লামা মুফতি জসিমুদ্দীন সহযোগী পরিচালকের দায়িত্ব পালন করবেন।
চার. হযরত আল্লামা কবীর আহমদ নাজেমে তালিমাতের দায়িত্ব পালন করবেন।
পাঁচ. আল্লামা খলীল আহমদ নায়েবে নাযেমে তালিমাত (সহযোগী শিক্ষাপরিচালক)এর দায়িত্ব পালন করবেন।
ছয়. আল্লামা আবু সাঈদ নাযেবে মাতবাখ (বোর্ডিং সুপার)এর দায়িত্ব পালন করবেন।
মজলিসে শূরার বৈঠকে গত এক বছরের জামিয়ার শিক্ষা কার্যক্রম এবং আয়-ব্যয় এর হিসাবাদি পর্যবেক্ষণ করে সন্তুষ্টি প্রকাশ করা হয়।
-এএ