বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

‘ফরহাদ আমাকে বাঁচাও, আমাকে আগুনে ঘিরে ফেলেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: 'ফরহাদ আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই, আমি আগুনের মধ্যে আছি, আগুন আমাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। তোমাকে নিয়ে আমার বাড়ি যাওয়ার কথা ছিল। আমাকে উদ্ধার করে এখান থেকে নিয়ে যাও। আমাকে মায়ের কাছে নিয়ে যাও। আমি আর সহ্য করতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে।'

সীতাকুণ্ডের বিএম ডিপোতে আগুন লাগার পর বাঁচার আকুতি জানিয়ে মোবইল ফোনে এভাবে চাচাত ভাই ফরহাদের কাছে বারবার মিনতি করছিলেন চট্টগ্রাম হাজি মোহাম্মদ মহসিন কলেজের অর্থনীতি বিভাগের মাষ্টার্সের ছাত্র মোঃ মোমিনুল।

রাত দেড়টায় চট্টগ্রাাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারে নিহত মোমিনুলের লাশ ধরে বিলাপ করতে করেতে কথাগুলো বলছিলেন তার চাচাত ভাই ফরহাদ।

ফরহাদ বলেন, 'আমার ভাই মোমিনুল হক আমাকে বাঁচাতে বলেছিল, আমি বাঁচাতে পারিনি। আমার ভাই ছিলেন চট্টগ্রাম মহসিন কলেজের মাষ্টার্সের শেষ বর্ষের ছাত্র। পড়ালেখার পাশাপাশি বিএম ডিপোতে আইটি অফিসার হিসেবে চাকরি করতেন। গত কয়েক দিন আগে আমাকে বলেছিলেন, ফরহাদ, তুই বাড়ি কখন যাবি। তোকে সাথে নিয়ে এবার একসাথে বাড়ি যাবো। এখন ভাইকে সাথে নিয়ে বাড়ি যাচ্ছি। তবে কিন্তু জীবিত নয় মৃত ভাইকে নিয়ে।'

মোমিনুল হকের চাচা খোরশেদ আলম বলেন, 'আমার বড় ভাই মোমিনুলের পিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। সেখান থেকেই অবসর নিয়েছেন ৷ তার বড় ছেলে মহসিন কলেজ থেকে অর্থনীতিতে অনার্স শেষ করে তিন-চার মাস আগে আইটি অফিসার হিসেবে ওই ডিপোতে চাকরিতে যোগ দিয়েছিলেন।'

মোমিনুল হক বাঁশখালী উপজেলার ছনুয়া এলাকার মাস্টার ফরিদুল আলমের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে সবার বড় ছিলেন মোমিনুল হক।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ