আওয়ার ইসলাম ডেস্ক: রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার চাঁদপুর এলাকায় ফায়ার সার্ভিসের সামনে ট্রাক, ইজিবাইক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত বেড়ে ছয়জনে দাড়িঁয়েছে। সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।
বুধবার সকাল সোয়া ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতের মধ্যে তিনজন নারী, দুইজন শিশু ও একজন পুরুষ। সবাই একই পরিবারের সদস্য। আহতরা কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ব্যক্তিগত গাড়ির যাত্রী সঞ্জু সরকার বলেন, তারা ব্যক্তিগত গাড়িতে কুষ্টিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। কালুখালীর ওই এলাকায় তারা ইজিবাইকের পেছনে ছিলেন। বিপরীত দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক আসে। ইজিবাইক ট্রাকটিকে সাইড দেয়। কিন্তু ট্রাকটি ইজিবাইককে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইক একদম ভেঙে যায়।
এ সময় তাদের গাড়ির চালক ডান দিকে বের হওয়ার চেষ্টা করে। ট্রাকটি ডান দিকে চলে আসায় তাদের ব্যক্তিগত গাড়ির সামনের অংশ ট্রাকের নিচে ঢুকে যায়। এতে তার বোন আহত হন।
দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, দুর্ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছে। হাসপাতালে নেওয়ার পর পথে আরও তিনজন মারা যায়।
পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। ট্রাক জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। আহতদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
এনটি