সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


দুই বছরে আমিরাত-ইসরায়েলের মধ্যে বাণিজ্য হয়েছে আড়াই বিলিয়ন ডলারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুই বছর আগে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের মধ্যে আড়াই বিলিয়ন ডলারের ব্যবসা হয়েছে।

আমিরাতের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী থানি বিন আহমেদ আল জেউদি শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তৃতাকালে আল জেউদি বলেন, ‘মাত্র দুই বছরের মধ্যে আমিরাত ও ইসরাইলের মধ্যে বাণিজ্য ২.৪৫ বিলিয়ন ছাড়িয়ে গেছে। ২০২২ সালের প্রথম তিন মাসে ব্যবসার পরিমাণ ১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। তার মানে এ বছর আমরা ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারি।’

মন্ত্রী জানান, দু’দেশের মধ্যে ৬৫টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আমরা আশা করছি, এ বছর এক হাজারের বেশি ইসরাইলি কোম্পানি আমাদের দেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করবে।

ভবিষ্যৎ দ্বিপক্ষীয় পরিকল্পনা সম্পর্কে আল জেউদি জানান, দুই দেশ আগামী চার মাসের কম সময়ের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তির দিকে হাঁটছে। আর এটি হলে দু’দেশের মধ্যে বার্ষিক বাণিজ্য ৫ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।

আমিরাতের মন্ত্রীর তথ্যমতে, পানি, জ্বালানি, স্বাস্থ্য ও সবুজ জ্বালানির ক্ষেত্রে সহযোগিতা চালিয়ে যাবে ইসরাইল ও আমিরাত।

সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরস্কো ২০২০ সালে ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপন করেছে। এর আগে মিসর ও জর্ডান যথাক্রমে ১৯৭৯ ও ১৯৯৪ সালে দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক গড়েছিল। এখন জল্পনা বাড়ছে যে সৌদি আরবও তেলআবিবের সাথে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারে।

সূত্র: মিডল ইস্ট মনিটর।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ