বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

২ জুন ওলামা মাশায়েখ সম্মেলন সফলের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজী বলেছেন, একটি কুচক্রি মহল বিদেশী অপশক্তির মদদপুষ্ট হয়ে ১১৬ জন বরেণ্য আলেম ও ১০০০ মাদরাসার বিরুদ্ধে তালিকা করে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে চায়।

তিনি বলেন, দেশের সার্বিক অবস্থা ভাল নয়। বিশ্ব রাজনীতির নানা ধরণের টানাপোড়ন চলছে। নাগরিক অস্থিরতার এই সময়ে ঘাদানিকের মিথ্যা তথ্যে পরিপূর্ণ শ্বেতপত্র বহুমাত্রিক ষড়যন্ত্রের অংশ বলেই প্রতীয়মান হয়।

স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ও বলেছেন, ‘গণকমিশনের আইনী কোন ভিত্তি নেই’। তাহলে শ্বেতপত্র তৈরি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা কেন রুখে দেয়া হচ্ছে না?

আজ সোমবার পুরানা পল্টনস্থ একটি মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হাফেজ মাওলানা ইউনুছ ঢালীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুফতী বাছির উদ্দিন মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত বিশেষ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, মুফতী মাঈনুদ্দিন খান তানভীর, মাওলানা বেলাল হোসাইন ফারুকী, মুফতী রফিকুল ইসলাম, মাওলানা শাহজাহান নেজামী, মাওলানা আতিকুর রহমান, মুফতী আনিসুর রহমান প্রমুখ।

আল্লামা ফয়েজী বলেন, উলামায়ে কেরাম ও মাদরাসা সমূহ নিরবিচ্ছিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে জনতার মাঝে ইসলাম বোধ জাগ্রত রেখেছে। ঘাদানিক সেই উলামাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। যাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একটি ভিত্তিকে দুর্বল করে দেয়া যায়। তিনি ইসলামবিরোধী সকল অপকর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব-ভূখন্ড, ঈমান ও ইসলামের স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।

আগামী ২রা জুন অনুষ্ঠিতব্য জাতীয় ওলামা সম্মেলন বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নেতৃবৃন্দ জাতির ক্রান্তিকালে ২ জুনের ওলামা সম্মেলনকে ভরপুর কামিয়াবী করার আহ্বান জানান।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ