আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের দাপট বেশ কিছুদিন ধরেই কমতির দিকে। শনিবার (২৮ মে) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত আরও কমেছে। করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যে বিষয়টি জানা গেছে।
এ সময় করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩৩০ জনের, যা আগের দিনের চেয়ে কম। এ ছাড়া এ সময়ে আক্রান্ত হয়েছেন আরও ৫ লাখ ৪৪ হাজার ৯৮৫ জন।
এর আগে শুক্রবার (২৭ মে) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় এ ভাইরাসে মারা যান ১ হাজার ৪২৭ জনের। এ ছাড়া নতুন করে সংক্রমিত হন ৫ লাখ ৬৭ হাজার ২৪০ জন।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫৩ কোটি ৭ লাখ ৮৪ হাজার ১৮৯ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৯ হাজার ৫০২ জন। আর মোট সুস্থ হয়েছেন ৫০ কোটি ১৩ লাখ ১৪ হাজার ৭৭ জন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৫৬ লাখ ৯৯ হাজার ৮৪৭ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৩১ হাজার ২১৮ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩১ লাখ ৪৮ হাজার ৫০০ জন সংক্রমিত হয়েছেন। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ৫৩৯।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৯ লাখ ২১ হাজার ১৪৫ জন এবং মোট মারা গেছেন ৬ লাখ ৬৬ হাজার ৩৬৫ জন।
-এএ