সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


ফিলিস্তিনের তদন্ত রিপোর্ট বলছে, ‘শিরীনকে ইচ্ছাকৃতভাবে গুলি করে এক ইসরায়েলি সেনা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার সাংবাদিক শিরীন আবু আকলের হত্যাকা- নিয়ে ফিলিস্তিন যে তদন্ত করছিল তার প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, শিরীনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে এক ইসরাইলি সেনা। শুক্রবার ওই তদন্তের ফলাফল প্রকাশ করেন ফিলিস্তিনের অ্যাটর্নি জেনারেল আকরাম আল-খতিব। তিনি বলেন, হত্যা করার উদ্দেশ্যেই ইসরাইলি বাহিনী শিরীনকে গুলি করে। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে জানানো হয়েছে, এরইমধ্যে ফিলিস্তিনের ওই তদন্ত প্রত্যাখ্যান করেছে ইসরাইল। এ নিয়ে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ বলেন, এই রিপোর্টটি একটি স্পষ্ট মিথ্যাচার। ইসরাইল নিজেও এই হত্যাকা-ের তদন্ত করছে। প্রথম থেকেই দেশটির দাবি, এই বুলেট কোথা থেকে এসেছে সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। যে গুলিতে শিরীন আবু আকলে নিহত হয়েছেন, ইসরাইল সেটি পরীক্ষা করতে চাইলে ফিলিস্তিনিরা সেটি করতে দেয়নি। আবার ইসরাইলের যৌথ তদন্তেও রাজি হয়নি ফিলিস্তিন।

যদিও তাদের কোনো সেনা শিরীনকে গুলি করে থাকতে পারেন, এমন সম্ভাবনা উড়িয়ে দেয়নি ইসরাইল।
শুক্রবার পশ্চিম তীরের রামাল্লাহ শহরে এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনের পক্ষ থেকে করা রিপোর্ট প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল আকরাম আল-খতিব। তিনি জানান, যে বুলেট দ্বারা শিরীন আবু আকলেকে হত্যা করা হয়েছে সেটি ৫.৫৬ এমএম এবং এর চারপাশ স্টিলের আবরণ দিয়ে ঢাকা। সাধারণত সামরিক জোট ন্যাটোর সেনারা এ ধরণের বুলেট ব্যবহার করে। তিনি আরও জানান, সাংবাদিক শিরীন যখন পালিয়ে যাচ্ছিলেন তখন একজন ইসরাইলি সেনা তার কপালে সরাসরি গুলি করে। সাংবাদিক শিরীন যে জায়গাটিতে গুলিবিদ্ধ হন, সেখানে কোন গোলাগুলি হয়নি কিংবা কোন পাথর ছোঁড়ার ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, গত ১১ই মে ফিলিস্তিনের পশ্চিম তীর এলাকায় একটি অভিযানে সংবাদ সংগ্রহের সময় ৫১ বছর বয়সী আল-জাজিরা সাংবাদিক শিরীন আবু আকলে গুলিতে নিহত হন। এই ঘটনার পর ব্যাপক নিন্দার ঝড় ওঠে। প্রথম থেকেই ইসরাইলকে এ হত্যাকা-ের জন্য দায়ী করে আল-জাজিরা ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তবে কোনো প্রমাণ ছাড়া সেটি মানতে অস্বীকৃতি জানিয়েছে ইসরাইল। তাদের দাবি, এই হামলা ফিলিস্তিনি গোষ্ঠীগুলোও চালাতে পারে। তারা ফিলিস্তিনের সঙ্গে যৌথ তদন্তের আহ্বান জানায়। তবে ফিলিস্তিনের কর্মকর্তারা বলেন, তারা ইসরাইলকে বিশ্বাস করেন না।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ