আওয়ার ইসলাম ডেস্ক: আসন্ন হজ উপলক্ষ্যে পবিত্র নগরী মক্কায় প্রবেশে দেশটিতে বসবাসকারী বিদেশিদের বিশেষ অনুমতি লাগবে। সৌদি নিরাপত্তা বাহিনীর মুখপাত্র এ আদেশের কথা জানিয়েছেন। বৃহস্পতিবার থেকে এ আদেশ কার্যকর হয়েছে।
মক্কা নগরীতে প্রবেশের চেক পোস্টগুলিতে অনুমতি পত্র প্রদর্শন করতে হবে। হজের সময় মক্কা প্রবেশের প্রয়োজনীয়তার উপযুক্ত কাগজপত্র দাখিল করে সংশ্লিষ্ট কতৃপক্ষ থেকে এ পারমিট বা অনুমতি সংগ্রহ করা যাবে। যাদের হজ করার অনুমতি রয়েছে তাদের জন্য এ আইন কার্যকর হবে না। হজ মৌসুমে সারা বিশ্ব থেকে হজ করতে আসা আল্লাহর মেহমানদের সুবিধার্থে অতিরিক্ত মানুষের চাপ কমাতে প্রতি বছরই এ আইন জারি করা হয়।
যারা চেক পোস্টে অনুমতি প্রদর্শনে ব্যর্থ হবেন তাদের ফেরত পাঠান হবে। হজ মৌসুমে যানবাহন প্রবেশের আলাদা অনুমতি প্রয়োজন হবে।
-কেএল