আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীরের একটি প্রতিনিধি দল।
আজ মঙ্গলবার (২৪ মে) দলের সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলমের নেতৃত্বে এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
মাওলানা ইমতিয়াজ আলম বলেন, সিলেটের এই দুর্দিনে সামাজিক, রাজনৈতিকসহ যারাই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীরের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
তিনি বলেন, আপনারা নিশ্চয় অবগত রয়েছেন- সিলেটে প্রচুর বৃষ্টি ও পাহাড়ী ঢলের কারণে ভয়াবহ বন্যা হয়েছে। বন্যায় লক্ষাধিক মানুষ পানিবন্দী। এখনও বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গৃহহীন বহু পরিবার মানবেতর জীবনযাপন করছে। এ সকল অসহায় মানুষগুলো নিরবে কাঁদছে’।
‘এমন কঠিন পরিস্থিতির মধ্যে সিলেটের কোম্পানীগঞ্জে সরকারি ত্রাণ বিতরণকালে ত্রাণ প্রত্যাশী দুর্গতদের উপর পুলিশের লাঠিচার্জ করার ঘটনা সিলেটবাসীকে হতাশ করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তদন্তপূর্বক দায়ীদের শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি গতকাল সোমবার সিলেট আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে ইমজা সিলেটের সভাপতি সাংবাদিক মইন উদ্দিন মঞ্জুর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাই’।
‘সরকারের ত্রাণ বিতরণকালে ফটোসেশনের নামে অসহায় বন্যার্তদের মাঝে প্রতারণা না করে সর্বোচ্চ সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। বন্যার্তদের জন্য সরকার যে বরাদ্দ দিয়েছে তা যথেষ্ট নয়, অবিলম্বে বরাদ্দ বাড়িয়ে দিয়ে সকল বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য সরকারকে দাবি জানাচ্ছি। পাশাপাশি আক্রান্ত এলাকায় সরকারিভাবে পর্যাপ্ত মেডিকেল ক্যাম্প গঠন করে দুর্গত মানুষের সেবা প্রদানের এগিয়ে আসার জোর দাবি জানাচ্ছি’।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, ঢাকা মহানগর সেক্রেটারী আব্দুল আউয়াল, সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব নজির আহমদ, জেলার সভাপতি মুফতি সাঈদ আহমদ, মহানগর সহ সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সহ সভাপতি মাওলানা আমির উদ্দিন, জেলা সেক্রেটারী হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি ফজলুল হক, মহানগর সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, জেলার সহকারী সাংগঠনিক সম্পাদক নোমান আল ফাহাদ, সিলেট মহানগর যুব আন্দোলনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা যুব আন্দোলনের সাধারন সম্পাদক মাওলানা বদরুল হক সহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
এনটি