আওয়ার ইসলাম ডেস্ক: অস্থির সোনার বাজার। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়তে থাকায় বাংলাদেশেও শনিবার (২১ মে) সোনার রেকর্ড মূল্য নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। যা আজ রোববার (২২ মে) থেকে কার্যকর হয়েছে।
শনিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম ভরিতে এক লাফে ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানোর কথা জানানো হয়। ফলে দেশে প্রতি ভরি সোনার দাম বেড়ে ৮২ হাজার ৪৬৪ টাকা দাঁড়িয়েছে। যা এতদিন ছিল ৭৮ হাজার ২৬৫ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৭৮ হাজার ৭৩২ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৭ হাজার ৫৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৫৬ হাজার ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৭ মে ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে এক হাজার ৭৪৯ টাকা বাড়িয়ে ৭৮ হাজার ২৬৫ টাকা দাম নির্ধারণ করা হয়। ২১ ক্যারেটের ৭৪ হাজার ৭০৮ টাকা, ১৮ ক্যারেটের ৬৪ হাজার ৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল ৫৩ হাজার ৩৬৩ টাকা।
-এএ