নুরুদ্দীন তাসলিম।।
অবশেষে প্রকাশিত হয়েছে বহুল প্রতীক্ষিত আল-হাইআতুল উলইয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদীসের (তাকমীল) পরীক্ষার ফল। এবারের পরীক্ষায় মোট পাসের হার ৭৮.১৪%।
আজ বৃহস্পতিবার দুপুর দুইটার কিছু পরে ফল প্রকাশ করা হয়।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন হাইআতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।
পরীক্ষার গড় পাসের হার ৭৮.১৪। ছাত্রদের পাশের হার ৮৩.৭০ আর ছাত্রীদের পাশের হার ৬৯.৬৯। এবারের শিক্ষার্থীদের মাঝে মুমতায ৪%, জা:জি: ২০% জায়্যিদ ৩৪%, মাকবুল ২০%, রাসিব ১৮%। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৩ % শিক্ষার্থী, এছাড়া পরীক্ষা স্থগিত করা হয়েছে ১% শিক্ষার্থীর।