শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

প্রশ্নফাঁসের অভিযোগে মাউশি কর্মকর্তাসহ গ্রেফতার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রশ্নফাঁসের অভিযোগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৮ মে) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. শাহাদত হোসেন সুমা এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন- পটুয়াখালী সরকারি কলেজের প্রভাষক মো. রাশেদুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী মো. আহসানুল হাবীব (৪৫) এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী মো. নওসাদুল ইসলাম (৩৭)।

শাহাদত হোসেন সুমা বলেন, গত ১৩ মে ইডেন মহিলা কলেজ কেন্দ্রে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ‘অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদের নিয়োগ পরীক্ষার এমসিকিউ পরীক্ষা চলছিল। এ সময় মো. সুমন জমাদ্দার নামে এক পরীক্ষার্থী প্রবেশপত্রের পেছনে লেখা উত্তর দেখে উত্তরপত্র পূরণ করছিল। ডিউটিরত শিক্ষিকা বিষয়টি কর্তৃপক্ষকে জানালে পুলিশ এসে সুমনকে গ্রেফতার করে।

তিনি বলেন, সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে সাইফুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করা হয়। এরপর তাদের উভয়ের তথ্যে নওসাদুল ও আহসানুলকে ওয়ারী থানার কে এম দাস লেন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীসময়ে তাদের দেওয়া তথ্যে বড় মগবাজার এলাকা থেকে রাশেদুলকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ১৩ মে (শুক্রবার) ৫১৩টি পদে ওই নিয়োগ পরীক্ষায় এক লাখ ৮৩ হাজার শিক্ষার্থী অংশ নেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ