শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

পুরুষ শাখায় হাইয়াতুল উলিয়ার সেরা ১০-এ যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

আল-হাইআতুল উলইয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের ১৪৪৩ হিজরি/২০২২ খ্রিস্টাব্দের দাওরায়ে হাদিস পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

পরীক্ষার গড় পাসের হার ৭৮.১৪। ছাত্রদের পাশের হার ৮৩.৭০ আর ছাত্রীদের পাশের হার ৬৯.৬৯। এবারের শিক্ষার্থীদের মাঝে মুমতায ৪%, জা:জি: ২০% জায়্যিদ ৩৪%, মাকবুল ২০%, রাসিব ১৮%। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৩ % শিক্ষার্থী, এছাড়া পরীক্ষা স্থগিত করা হয়েছে ১% শিক্ষার্থীর।

প্রকাশিত ফলাফলে দেখা যায় পুরুষ শাখায় মেধা তালিকায় ১ম হয়েছে আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদানীনগর, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জের শিক্ষার্থী আতিকুল ইসলাম আল ফাহিম (রোল নং ১৫৭১২, প্রাপ্ত নাম্বার ৯৩১)।

২য় হয়েছে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার শিক্ষার্থী আব্দুল আজিজ (রোল নং ০১৮২৩, প্রাপ্ত নাম্বার ৯২৩)।

যৌথভাবে ৩য় হয়েছে  জামিয়াতুল আবরার বাংলাদেশ বিভারভিউ বসুন্ধরার মো: খাদিমুল ইসলাম (রোল নং ০৩৭৭৬, প্রাপ্ত নাম্বার ৯১৬) ও জামিয়াতুল উলুমিল ইসলামিয়া মোহাম্মদপুরের মো: সাকিব মাহমুদ (রোল নং ১১৭৫৬, প্রাপ্ত নাম্বার ৯১৬)

যৌথভাবে ৪র্থ হয়েছে, আল জামিয়াতুল ইসলামিয়া বরুড়া, কুমিল্লার মো: এহতেশামুল হক, (রোল নং ০৯৬৮১, প্রাপ্ত নাম্বার ৯১৩) ও জামিয়াতুল উলুমিল ইসলামিয়া মোহাম্মদপুরের মো: শামীম হাসান (রোল নং ১১৭৪৯, প্রাপ্ত নাম্বার ৯১৩)

যৌথভাবে ৫ম হয়েছে, জামেয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের, বিরিয়ানি বাজার সিলেটের  মো: আহসান হাবীব নোমান ( প্রাপ্ত নাম্বার ৯১২)  ও জামিয়া মাদানিয়া বারাধারা ঢাকার মো: কামরুজ্জামান ( প্রাপ্ত নাম্বার ৯১২) ।

যৌথভাবে ৬ষ্ঠ হয়েছে ৪ জন। তরা হলেন, আল জামিয়াতুল ইসলামিয়া কাছেমুল উ্রলুম ( জামিল মাদরাসা) বগুড়ার মো: তরিকুল ইসলাম। আল - জামিয়া আল ইসলামিয়া পটিয়ার  মো: ফরহাদ । জামিয়া আরাবিয়া বাইতুস সালাম, সেক্টর-২, উত্তরা ঢাকার আরিফ হাসার মারুফ। জামিয়াতুল মানহাল আল কওমিয়া উত্তরা, ডিয়াবাড়ীর মো: তাকী উদ্দীন। (তাদের প্রাপ্ত নম্বর ৯১১)।

৭ম হয়েছে জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার আতাউল করিম রিদওয়ান, ( প্রাপ্ত নম্বর, ৯১০)

৮ম হয়েছে যৌথভাবে আল - জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মো: ইমরাপন ও  জামিয়াতুস সুন্নাহ দক্ষিণকান্দী, মাদারীপুর শিবচরের মো: আশিকুর রহমান। ( তাদের প্রাপ্ত নম্বর, ৯০৮)

৯ম হয়েছে জামিয়াতু ইব্রাহীম ( আঃ) মাহমুদ নগর ডেমরা ঢাকার মো: মাহমুদুল হাসান ফেরদৌস। ( প্রাপ্ত নম্বর, ৯০৭)

যৌথভাবে ১০ম হয়েছে ৪ জন। তারা হলেন, মোঃ আছিম, আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম। জামিয়া শারইয়্যাহ মালিবাগ, ঢাকার মোঃ মোশাররফ হোসাইন, একই মাদরাসার খালিদ মুহিউদ্দিন ও জামিয়াতুল মানহাল আল কাওমিয়া উত্তরা, ঢাকার মোঃ তোফোয়েল আহমদ। ( তাদের প্রাপ্ত নাম্বার-৯০৭)।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ