নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>
২০২৩ সালের ৪, ৫ ও ৬ জানুয়ারি ৩ দিন ব্যাপী চট্টগ্রাম ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামী আজিজুল উলুম বাবুনগরের শতবার্ষিকী ও দস্তরবন্দী সম্মেলনের প্রস্তুতি উপলক্ষ্যে ফুজালা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মে) বিকেলে জামিয়ার আল হারুন মসজিদে এ ফুজালা সম্মেলন অনুষ্ঠিত হয়।
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও জামিয়া বাবুনগরের মুহতামিম আল্লামা শাহ মুহাম্মদ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে ও মুফতি ইকবাল আজিমপুরী সঞ্চালনায় ফুজালা সম্মেলনে বক্তব্য রাখেন বাবুনগর মাদ্রাসা শায়খুল হাদীস আল্লামা মুফতি মাহমুদ হাসান ভুজপুরী, নায়েবে মুহতামিম মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা মুফতি মীর হোসাইন, আল্লামা হারুন আজিজী নদভী, মাওলানা মুফতি রহিমুল্লাহ শাহনগরী, মাদ্রাসার ফুযালা মাওলানা মুফতি আব্দুল হামীদ কুষ্টিয়া, মাওলানা হাজী ইউসুফ রাউজান, মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ, মাওলানা আব্দুল মতিন ধর্মপুরী, মাওলানা শামসুদ্দোহা বগুরা, মাওলানা মন্জুরুল ইসলাম কক্সবাজার, মাওলানা শামসুদ্দোহা বগুরা, মাওলানা মন্জুরুল ইসলাম কক্সবাজার, মাওলানা মাওলানা জাকারিয়া হাসনাবাদী,মাওলানা মুফতি ওসমান সাদেক, মাওলানা কারী আবু সাঈদ, মাওলানা হারুন রংপুরী, মাওলানা মুফতি ইউসুফ লেলাংগী, মাওলানা এমদাদ ভুজপুরি, মাওলানা মোক্তার হোসেন চাঁদপুরী, মাওলানা জসিম উদ্দিন সীতাকুণ্ড, মাওলানা মুস্তফা ফেনী, মাওলানা হাবিবুল্লাহ আজিজী দাঁতমারা, মাওলানা জুনাইদ জওহার প্রমূখ।
সম্মেলনে হেফাজত আমীর আল্লামা শাহ মুহাম্মদ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, এ জামিয়ার প্রতিষ্ঠাতা আল্লামা হারুন রহ. এর ইখলাসের কারণে বাবুনগর মাদ্রাসা শতবর্ষ পূর্তিতে উপনীত হয়েছে। শতবার্ষিকী উপলক্ষে সম্মেলনের উদ্দেশ্য শুধুমাত্র পাগড়ী প্রদান কর নয়,বরং আমাদের ফুযালা হাতে দ্বীনের জিম্মাদারী তুলে দেওয়া। আমরা সিরাতে মুস্তাকিম এবং আকাবিরে দেওবন্দের দেখানো পথ ভুলে গেছি। সিরাতুল মুস্তাকীমের পথ আঁকড়ে ধরে মসজিদ-মাদ্রাসা ও দ্বীন -ইসলামের খেদমত করতে হবে। দেশ বিদেশের জামিয়ার সকল ফুযালাদের নিকট শতবার্ষিকী সম্মেলনের দাওয়াত পৌঁছে দেয়ার উদাত্ত আহ্বান তিনি।
-এএ