শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

চৌধুরী পাড়ার শেখ জনুরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসায় সোমবার থেকে ভর্তি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান চৌধুরীপাড়া শেখ জনুরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসায় নতুন ছাত্রদের ভর্তি শুরু হবে আগামীকাল সোমবার (৯ মে) থেকে। চলবে ১১ মে বুধবার পর্যন্ত।

ভর্তি কার্যক্রম চলবে প্রতিদিন সকাল ৮টা থেকে সাড়ে ১২টা মিনিট পর্যন্ত, বিকাল আড়াইটা থেকে সাড়ে ৪টা মিনিট পর্যন্ত। নতুন ছাত্রদের ভর্তির ক্ষেত্রে নির্ধারিত ২টি কিতাবের লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে। তাছাড়া পুরাতন ছাদের ভর্তির ক্ষেত্রে বিগত শিক্ষাবর্ষ ১৪৪২-৪৩ হিজরীর বার্ষিক পরীক্ষায় যারা প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে এবং দারুল ইকামা কর্তৃক অভিযুক্ত নয় তারা ভর্তির উপযুক্ত হিসেবে বিবেচিত হবে।

ভর্তি ফি ও যাবতীয় খরচ বিষয়ে জানা যায়, ভর্তি ফরম: ২০০ টাকা। সকল বিভাগের এককালিন ভর্তি ফি বাবদ ৫০০০ টাকা। এককালিন ফ্রি খানা জারি বাবদ ১০০০ টাকা।

আসন্ন নতুন শিক্ষাবর্ষের সার্বিক বিষয়ে অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে প্রতিষ্ঠানটির মুহতামিম মাওলানা মাহফুজুল হক কাসেমী বলেন, ছাত্রদের উন্নত পরিবেশ, নিয়মতান্ত্রিক পাঠদান ও আদর্শ জীবন গঠনই আমাদের মূল লক্ষ্য। ইমান আমল ও আখলাক শিখিয়ে প্রতিটি ছাত্রের জীবনকে দামি বানাতে চাই।

তিনি জানান, এ বছর ভর্তি নেয়া হবে ইফতা (তাখাসসুস ফিল ফিকহ), তাকমীল, ফযীলত ২য়, ফযীলত ১ম, সনাবিয়া উলইয়া, সনাবিয়া ৪র্থ, সনাবিয়া ৩য়, সনাবিয়া ২য়, সনাবিয়া ১ম, ইবতিদায়ী ২য়, ইবতিদায়ী ১ম ও হিফজুল কোরআন বিভাগে।

এদিকে ছাত্রদের আবাসিক/অনাবাসিক চার্জ ও বাের্ডিং খরচ সম্পর্কে তিনি জানান, মাসিক খাবার খরচ ৩ বেলা ৩০০০টাকা। মাসিক খাবার খরচ ২ কেলা ২০০০টাকা। মাসিক অনাবাসিক চার্জ ৮০০টাকা। দুপুরের খাবারসহ মাসিক অনাবাসিক চার্জ ১২০০টাকা। সকল বিভাগের ফ্রি খাবার গ্রহণকারীদের মাসিক আবাসিক চার্জ ৩০০টাকা।

চৌধুরীপাড়া শেখ জনুরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার নতুন শিক্ষাবর্ষে ভর্তিসহ সার্বিক বিষয়ে জানতে কল করুন: 01983967317 ( মাওলানা মাহফুজুল হক কাসেমী, মুহতামিম), 01976117413 ( মাওলানা খুরশীদ আলম কাসেমী, নায়েবে মুহতামিম), 01819144681 ( মাওলানা মুসলিম উদ্দীন, নাজেমে তালিমাত)

সবক উদ্বোধন করবেন মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান

১৫ মে রোববার বাদ মাগরিব সবক উদ্বোধন হবে। সবক উদ্বোধন করবেন, আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমীর, জামিয়া মাদানিয়া যাত্রবাড়ী মাদরাসার মুহতামিম, মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ