সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ-স্পিডবোট চলাচল স্বাভবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভবিক হয়েছে।

এর আগে বুধবার (৪ মে) ভোর সাড়ে ৬টায় বৈরী আবহাওয়া ও ঝড়ের কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

এরপর আবহাওয়া স্বাভাবিক হওয়ায় সকাল সাড়ে ৮ থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, ভোরে বৃষ্টির সঙ্গে বাতাস বইতে থাকলে উত্তাল হয়ে ওঠে পদ্মা নদী। এ ছাড়াও কালবৈশাখী ঝড়ের আভাস থাকায় দুর্ঘটনা এ ড়াতে নৌরুটের সব লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, ভোরে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়। এ কারণে দুই ঘণ্টার মতো নৌযান চলাচল বন্ধ রাখা হয়। আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর সকাল সাড়ে ৮টার দিকে আবারও লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু করেছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ