আওয়ার ইসলাম ডেস্ক: দীর্ঘ সময়ের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একজন অভিযাত্রী পাঠাতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এর মাধ্যমে প্রথম আরব দেশ হিসেবে মহাশূন্যে অভিযাত্রী পাঠাবে তারা।
রোববার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।
বেসরকারি প্রতিষ্ঠান এক্সজিওম স্পেসের কাছ থেকে স্পেসএক্স রকেটের একটি আসন কিনে মহাশূন্যযাত্রা শুরু করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এ রকেটের মাধ্যমে তারা ছয় মাসের এক দীর্ঘ মিশনের জন্য অভিযাত্রী পাঠাবে। স্পেসএক্স ক্রু-৬ মিশনে অংশ নিবেন আমিরাতের মহাকাশচারী।
২০২৩ সালের প্রথম ছয় মাসের মধ্যেই স্পেসএক্স রকেটটি উৎক্ষেপণ করা হবে। যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টারে এ রকেট উৎক্ষেপণের কর্মকাণ্ড সম্পন্ন হবে।
শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের এ মহাশূন্য অভিযানের কথা ঘোষণা করা হয়। আমিরাতের মোহাম্মদ বিন রশিদ স্পেস সেন্টার জানিয়েছে, প্রথম আরব দেশ হিসেবে দীর্ঘ সময়ের জন্য মহাশূন্যে অভিযাত্রী পাঠাচ্ছে সংযুক্ত আরব আমিরাত।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসে মোহাম্মদ বিন রশিদ স্পেস সেন্টার ও এক্সজিওম স্পেসের চুক্তি হওয়ার পর এ মহাশূন্য অভিযানের কথা ঘোষণা করা হয়। সূত্র: মিডল ইস্ট মনিটর
-এটি