আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে মার্চ মাস জুড়ে তীব্র গরমে ২৫ জনের মৃত্যু হয়েছে।
গত পাঁচ বছরে মহারাষ্ট্রে গরমে এত মানুষের মৃত্যু হয়নি। মহারাষ্ট্রে সবচেয়ে বেশি মৃত্যুর খবর এসেছে বিদর্ভ থেকে। গরমে সেখানে প্রাণ হারিয়েছে ১৫ জন।
কয়েকদিন ধরে উত্তর মহারাষ্ট্র, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া ও বিদর্ভে তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে থাকছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
রাজ্যের প্রায় চারশ' মানুষের হিট স্ট্রোক হয়েছে। এর আগে, ২০১৬ সালে তীব্র তাপপ্রবাহে মহারাষ্ট্রে ১৯ জন মারা গিয়েছিলেন। মহারাষ্ট্র ছাড়াও উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানাতেও তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে।
-এটি