আন্তের্জাতিক ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাসহ ৬৩ জাপানি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। এর ফলে এসব কর্মকর্তা আর রাশিয়া ভ্রমণ করতে পারবেন না।
বুধবার (৪ মে) সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার নতুন নিষেধাজ্ঞার তালিকায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি, প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি এবং অর্থমন্ত্রী শুনিচি সুজুকিও রয়েছেন। এছাড়া জাপানের পার্লামেন্ট সদস্যরা এবং দেশটির সামরিক বাহিনীর সদস্যরাও আছেন।
ইউক্রেনে সামরিক অভিযান চালানোর কারণে মস্কোর বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় জাপান অংশ নেওয়ার কারণে রাশিয়া এসব কর্মকর্তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে।
এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, 'ফুমিও কিশিদার প্রশাসন নজিরবিহীন রুশবিরোধী প্রচারণা শুরু করেছে এবং রুশ ফেডারেশনের বিরুদ্ধে অপবাদ এবং সরাসরি হুমকিসহ অগ্রহণযোগ্য বক্তব্যে সায় দিয়েছে।'
-এএ