বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

দেশকে যারা টুকরো করতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই করব: বিজেপিকে মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিভেদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।

বৃষ্টিস্নাত কলকাতার রেড রোডে মঙ্গলবার সকালে ঈদ উদযাপনের মঞ্চ থেকে তিনি এ কথা বলেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘দেশের অবস্থা ঠিক নেই। ধর্মের নামে হিংসা ছড়ানোর চেষ্টা চলছে সর্বত্র। বিভাজনের রাজনীতি করা হচ্ছে।’

বিজেপির নির্বাচনি প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আচ্ছে দিন (সুদিন) নয়, মিথ্যে দিন। সকলের জন্য সত্যিকারের আচ্ছে দিন আসবে তৃণমূল সরকারের হাত ধরে।’

বিজেপিকে একহাত নিয়ে মমতা বলেন, ‘দেশকে যারা টুকরো করতে চায়, হিংসা ছড়াতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই করে তাদের ক্ষমতাচ্যুত করব। তার জন্য আপনাদের প্রার্থনা কাম্য।’

খুশির ঈদ উপলক্ষে উৎসবে মেতে উঠেছে দেশবাসী। রেড রোডে সকালে বিশেষ নামাজের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও কয়েক শ মানুষ নামাজে অংশ নেন।

টুইটে শুভেচ্ছা

মঞ্চের পাশাপাশি ঈদ উপলক্ষে টুইট করেও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

শুভেচ্ছাবার্তায় তিনি লিখেন, ‘ঈদ মোবারক। সকলের সুখ-শান্তি ও সুস্থতা কামনা করছি। প্রার্থনা করি, আমাদের ঐক্য ও সম্প্রীতির বন্ধন যেন আরও দৃঢ় হয়। আল্লাহ সবাইকে আশীর্বাদ করুন।’

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ঈদুল ফিতর উপলক্ষে ভারতবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ