আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর কেন্দ্রীয় পরীক্ষায় মাদরাসা মারকাযুল ইহসান ঢাকার শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রেখেছে।
জানা যায়, কিতাব বিভাগে সর্বমোট পরীক্ষার্থী ৯২ জনের মধ্যে সর্বোচ্চ মেধাতালিকায় স্থান পেয়েছে ৪৬ জন।
মাদরাসার কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় প্রতিষ্ঠার পর থেকেই দেশের ঐতিহ্যবাহী দীনী শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসা মারকাযুল ইহসান ঢাকা আল্লাহপাকের অশেষ মেহেরবানীতে ঈর্ষণীয় সাফল্য অর্জন করে আসছে। এরই ধারাবাহিকতায় ৪৫তম বেফাক পরীক্ষায় হেফজ বিভাগে ২য় স্থানসহ মোট ৪৬ জন সর্বোচ্চ মেধাতালিকায় উত্তীর্ণ হয়েছে।
জানা যায়, হেফজ বিভাগে ১ জন, তাইসীর জামাতে ৩০ জন, নাহবেমীর জামাতে ১২ জন, শরহেবেকায়া জামাতে ২ জন এবং মেশকাত জামাতে ১জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান করে নেয়।
প্রতিষ্ঠানটিতে ভর্তি বিষয়ে জানা যায়, মাদরাসা মারকাযুল ইহসান ঢাকায় ৯ মে সোমবার থেকে শুরু হচ্ছে ভর্তি কার্যক্রম।
যাতায়াত: ঢাকার যেকোনো স্থান থেকে যাত্রাবাড়ী চৌরাস্তা / সায়দাবাদ জনপদের মোড় / দয়াগঞ্জ থেকে ৫ মিনিটের দূরত্বে ৬ নং শহীদ ফারুক সড়ক, পশ্চিম যাত্রাবাড়ী। (আল আরাফাহ ইসলামি ব্যাংক) এর উপরে অবস্থিত মাদরাসা মারকাযুল ইহসান ঢাকা।
-কেএল