আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অগ্নিকাণ্ডের ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জনই শিশু।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানায় বিবিসি।
খবরে বলা হয়, সোমবার স্থানীয় সময় সকাল ৫টার দিকে আগুন লাগে। এতে পুড়ে গেছে ৮০টির মতো ঘর। একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে আগুন ছড়িয়ে পড়ে। তবে কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।
ফায়ার সার্ভিসের জেষ্ঠ্য কর্মকর্তা গ্রেগ বিছায়দা এএফপিকে বলেন, আগুন নেভাতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে। আগুন দ্রুত ছড়িয়ে গিয়েছিল। এ কারণে ভুক্তভোগীরা ঘর থেকে বের হতে পারেননি।
তিনি বলেন, এ ঘটনায় ছয় শিশুর মৃত্যু হয়েছে।
তবে তাদের বয়স বা বিস্তারিত কোনা তথ্য জানানো হয়নি।
বিছায়দা বলেন, ঘরগুলো হালকা উপকরণ দিয়ে তৈরি। যখন আগুন লেগেছে তখন মানুষ হতবাক হয়ে গেছে। কাছেই আমাদের স্টেশন। কিন্তু তারা আমাদের দ্রুত জানাতে পারেনি।
ফিলিপাইন বিশ্বের ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি। দেশটির রাজধানীর প্রতি বর্গকিলোমিটারে বহু মানুষের বসবাস। ম্যাট্রো ম্যানিল, যেটি রাজধানী ও কুইজনসহ বেশ কয়েকটি শহর নিয়ে গঠিত। এখানে প্রায় এক কোটি ৩০ লাখ মানুষের বাস।
এনটি