আদিয়াত হাসান: বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক)-এর ৪৫ তম কেন্দ্রীয় পরীক্ষায় যাত্রাবাড়ী-সায়েদাবাদ জামিয়া ইসলামিয়া বাইতুন নূর, ওয়াসা রোড উত্তর পশ্চিম যাত্রাবাড়ী মাদরাসা এবারও ঈর্ষনীয় সাফল্য পেয়েছে।
প্রতিষ্ঠানটির মুহতামিম ও শায়খুল হাদীস মাওলানা মুনিরুজ্জামান জানান, বিভিন্ন জামাতে ১ম, ২য়, ৩য়, ৫ম, ৬ষ্ট, ৮ম ও ৯ম সহ মোট ১১৯ জন মেধা স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
এদের মধ্যে হিফজুল কোরআন বিভাগের ১৩ পরীক্ষার্থীর মাঝে ১ম, ২য় ও ৩য় মোট তিন জন মেধাতালিকায় স্থান অর্জন করেছে। তাইসীর জামাতের ৫০ জন পরীক্ষার্থীর মাঝে ৬ষ্ঠ (দুই জন), ৮ম ও ৯মসহ মোট ৪৪ জন ছাত্র মেধাতালিকায় স্থান লাভ করেছে। নাহবেমীর জামাতের মোট ৬১ জন পরীক্ষার্থীর মাঝে মেধাতালিকায় ২য়, ৫ম ( দুইজন), ৮ম ও ৯মসহ মোট ৫৪ জন স্থান লাভ করেছে।
এছাড়া শরহে বেকায়ায় জামাতের ৪৫ জন পরীক্ষার্থীর মাঝে মেধাতালিকায় স্থান লাভ করেছে ৭ জন। মেশকাত জামাতের ৪৫ জন পরীক্ষার্থীর মাঝে মেধাতালিকায় স্থান লাভ করেছে ৯ জন।
উল্লেখ্য, বাইতুন নূরে ৭ ও ৮ শাওয়াল নতুন ছাত্রদের ভর্তি শুরু হবে বলে জানান মাদরাসা কর্তৃপক্ষ।
-কেএল