শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

বেফাকের রেজাল্ট, অপেক্ষার শেষ হতে আর কত দেরি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

আজ শনিবার (৩০ এপ্রিল) দুপুর ২ টায় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার কথা।

গত বৃহস্পতিবার নিজেদের ফেরিফাইড ফেসবুক পেইজে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি  জানিয়েছিল বোর্ড কর্তৃপক্ষ।

তবে আজ নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার ১ ঘণ্টা ৮ মিনিট ( প্রতিবেদন লেখার সময়) পরেও ফলাফল প্রকাশ না হওয়ায় শিক্ষার্থীদের অপেক্ষা উত্তেজনা যেন কিছুটা অসন্তোষে রূপ নিয়েছে।

বেফাকের পেইজে অনেকেই নিজেদের ক্ষোভ ও আপত্তির কথা জানিয়েছেন। এই অপেক্ষার শেষ কবে এই প্রশ্ন অনেকের।

মুজাহিদ মুহাম্মাদ নামে একজন লিখেছেন, বছরে একবার রেজাল্ট প্রকাশ করে তাও ঠিক টাইমে দেখতে পারি না। অসাধারণ ওয়েবসাইট বেফাকের।

আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন,ফাইজলামির একটা সিমা থাকা দরকার।

অপর একজন লিখেছেন রেজাল্ট এখনো ছাড়েনি, অচিরেই হয়ত চলে আসবে। আমরা অপেক্ষা করি।

আরেকজন লিখেছেন, না পারবেন তো বলেই দিতেন আগে। এখন এত নকরাব্জি হচ্ছে কেন!! নিজেদের সন্মান নিজেই খাচ্ছেন।

আরেকজন লিখেছেন, আমি ঘুমিয়ে গেলাম, ফলাফল দিলে জাগিয়ে দিও।

উল্লেখ্য, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৫ তম কেন্দ্রীয় পরীক্ষা শেষ হয় গত ১৬ মার্চ (বুধবার)। ৯ মার্চ থেকে শুরু হয়ে পরীক্ষা পরীক্ষা চলে ৮ দিন ব্যাপী। ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষায় সব ধরণের অনিয়মরোধে ডিজিটাল পদ্ধতি অবলম্বন করে বেফাক।

শরহে বেকায়া, মেশকাত এই দুই জামাতের প্রশ্নপত্র ডিজিটাল পদ্ধতিতে কেন্দ্রে পাঠানো হয়। তবে নাহবেমীর এবং তাইসিরের প্রশ্নপত্রের বিষয়ে এই পদ্ধতি অবলম্বন করা হয়নি।

প্রসঙ্গত, ইতোমধ্যে আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশসহ চারটি বোর্ডের রেজাল্ট প্রকাশ হয়েছে। জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড- এর রেজাল্ট প্রকাশ হয়েছে গত ২১ এপ্রিল, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গার রেজাল্ট প্রকাশ হয়েছে (২৫ এপ্রিল, ২৩ রমজান) সোমবার। তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়ার রেজাল্ট প্রকাশ হয়েছে মঙ্গলবার (২৬ এপ্রিল) ২৪ রমজান।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ