।।কাউসার লাবীব।।
আজ শনিবার (৩০ এপ্রিল) প্রকাশিত হচ্ছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল।
বেফাক সূত্রে জানা যায়, আজ দুপুর দুইটার দিকে বহুল প্রত্যাশিত এ ফল প্রকাশ করা হবে।
উল্লেখ্য, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৫ তম কেন্দ্রীয় পরীক্ষা শেষ হয় গত ১৬ মার্চ (বুধবার)। ৯ মার্চ থেকে শুরু হয়ে পরীক্ষা পরীক্ষা চলে ৮ দিন ব্যাপী। ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষায় সব ধরণের অনিয়মরোধে ডিজিটাল পদ্ধতি অবলম্বন করে বেফাক।
শরহে বেকায়া, মেশকাত এই দুই জামাতের প্রশ্নপত্র ডিজিটাল পদ্ধতিতে কেন্দ্রে পাঠানো হয়। তবে নাহবেমীর এবং তাইসিরের প্রশ্নপত্রের বিষয়ে এই পদ্ধতি অবলম্বন করা হয়নি।
প্রসঙ্গত, ইতোমধ্যে আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশসহ চারটি বোর্ডের রেজাল্ট প্রকাশ হয়েছে। জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড- এর রেজাল্ট প্রকাশ হয়েছে গত ২১ এপ্রিল, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গার রেজাল্ট প্রকাশ হয়েছে (২৫ এপ্রিল, ২৩ রমজান) সোমবার। তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়ার রেজাল্ট প্রকাশ হয়েছে মঙ্গলবার (২৬ এপ্রিল) ২৪ রমজান।
-কেএল