আওয়ার ইসলাম ডেস্ক: চলমান সংঘাত বন্ধে রাশিয়া ও ইউক্রেনকে আলোচনায় বসার ওপর গুরুত্বারোপ করে চীন বলেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হোক, সেটা কেউ-ই চায় না।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন গতকাল মঙ্গলবার, ২৬ এপ্রিল বলেছেন, কেউ-ই এটা চায় না যে, রাশিয়া-ইউক্রেন সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হোক।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মন্তব্য ‘তৃতীয় বিশ্বযুদ্ধের প্রকৃত হুমকি’ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ওয়াং ওয়েনবিন সাংবাদিকদের বলেন, ‘কেউ তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে চায় না।’ ইউক্রেন যুদ্ধে ‘না রাশিয়ার পক্ষে না মস্কোর বিরুদ্ধে’— এমন কৌশলগত অবস্থান নিয়েছে বেইজিং।
চীনের এই মুখপাত্র বলেন, আমরা আশা করি, সংশ্লিষ্ট পক্ষগুলো মাথা ঠাণ্ডা রাখার পাশাপাশি সংযম অবলম্বন করবে, উত্তেজনা বৃদ্ধি রোধ করবে, যত তাড়াতাড়ি সম্ভব শান্তির বিষয় উপলব্ধি করবে এবং ইউরোপ ও বিশ্বের জন্য একটি চড়া মূল্য যাতে দিতে না হয়, সেজন্য সংঘাত এড়াতে কাজ করবে।
ওয়াং ওয়েনবিন বর্তমান পরিস্থিতিতে বিবাদমান পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাদের উচিত সর্বপ্রথম ও সর্বাগ্রে সংঘাতের পরিস্থিতির বিস্তার ও দীর্ঘায়িতকরণ রোধে সংলাপ ও সমঝোতা সমর্থন করা।
‘একই সঙ্গে আমাদের চিন্তা করা উচিত যে, শীতল যুদ্ধ অবসানের ৩০ বছরের বেশি সময় পর কেন ইউরোপ আবারও ভূ-রাজনৈতিক সংঘাতে জড়িয়ে পড়েছে? কীভাবে একটি ভারসাম্যপূর্ণ, কার্যকর এবং টেকসই ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা যায় এবং কীভাবে গ্লোবাল সিকিউরিটি গভর্নেন্স সিস্টেমকে শক্তিশালী করা যায়, সে বিষয়ে ভাবতে হবে,’ যোগ করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
জাতিসংঘের অনুমান বলছে, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর থেকে ইউক্রেনে কমপক্ষে ২ হাজার ৭২৯ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৩ হাজারের বেশি আহত হয়েছেন। যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
-এটি