আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, গত রাতে তাদের সেনাবাহিনী ইউক্রেনের ৯০টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
রাশিয়ার দাবি, এই এক রাতের হামলায় ইউক্রেনের ৫০০ এর বেশি সেনা নিহত হয়েছে।
তাছাড়া কয়েক ডজন সামরিক যান, কামান ও অন্যান্য সামরিক সরঞ্জাম ধ্বংসপ্রাপ্ত হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও দাবি করেছে, ইউক্রেনের উত্তর-পূর্ব দিকের শহর খারকিভে দুটি অস্ত্র মজুদ করার কারাখানায় হামলা চালিয়েছে তাদের সেনারা।
তবে রাশিয়ার এমন দাবির পর ইউক্রেনের পক্ষ থেকে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।
তাছাড়া গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, তারাও রাশিয়ার এমন দাবির সত্যতা যাচাই করতে পারেনি।
এদিকে রাশিয়া ইউক্রেনে প্রথম হামলা করে গত ২৪ ফেব্রুয়ারি। সেই যুদ্ধ শুরু হওয়ার পর দুই মাস কেটে গেছে। কিন্তু এখনো রাশিয়া বা ইউক্রেন কেউ বড় ধরনের সফলতা পায়নি।
রাশিয়া হামলার শুরুতে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করতে চেয়েছিল। কিন্তু ইউক্রেনের বাহিনীর তীব্র প্রতিরোধের মুখে সেটিতে তারা ব্যর্থ হয়।
এরপর রাশিয়া সম্মুখ যুদ্ধে না জড়িয়ে মিসাইল হামলা চালিয়ে ইউক্রেনের সামরিক স্থাপনাগুলো ধ্বংস করে দিচ্ছে।
সূত্র: আল জাজিরা
এনটি